ফুলছড়ি উপজেলা

গাইবান্ধা জেলার একটি উপজেলা

ফুলছড়ি উপজেলা বাংলাদেশের গাইবান্ধা জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।

ফুলছড়ি
উপজেলা
ফুলছড়ি রংপুর বিভাগ-এ অবস্থিত
ফুলছড়ি
ফুলছড়ি
ফুলছড়ি বাংলাদেশ-এ অবস্থিত
ফুলছড়ি
ফুলছড়ি
বাংলাদেশে ফুলছড়ি উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১১′৪৪″ উত্তর ৮৯°৩৬′৫১″ পূর্ব / ২৫.১৯৫৫৬° উত্তর ৮৯.৬১৪১৭° পূর্ব / 25.19556; 89.61417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
আয়তন
 • মোট৩১৪ বর্গকিমি (১২১ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট১,৩৭,৭৯৫জন[১]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ৩২ ২১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তনসম্পাদনা

এ উপজেলার উত্তরে গাইবান্ধা সদর উপজেলা, দক্ষিণে সাঘাটা উপজেলাজামালপুর জেলার ইসলামপুর উপজেলা, পূর্বে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা, পশ্চিমে গাইবান্ধা সদর উপজেলাসাঘাটা উপজেলা

প্রশাসনিক এলাকাসম্পাদনা

এই উপজেলার ইউনিয়ন ৭টি -

  1. কঞ্চিপাড়া ইউনিয়ন,
  2. উড়িয়া ইউনিয়ন,
  3. উদাখালী ইউনিয়ন,
  4. গজারিয়া ইউনিয়ন,
  5. ফুলছড়ি ইউনিয়ন,
  6. এরেন্ডাবাড়ী ইউনিয়ন,
  7. ফজলুপুর ইউনিয়ন

ইতিহাসসম্পাদনা

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

শিক্ষাসম্পাদনা

ফুলছড়ি উপজ়েলার সাক্ষরতার হার শতকরা ৩৯.৫ ভাগ। কলেজের সংখ্যা ৪ টি, স্কুল ও কলেজ ২টি, মাধ্যমিক বিদ্যালয় ১৫টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৭টি, ফাজিল মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ৮টি, এবতেদায়ী মাদ্রাসা ৬টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯৮টি, রেজিষ্টারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৫০টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৫টি

অর্থনীতিসম্পাদনা

ফুলছড়ি উপজেলা মূলত কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল । এখানকার অধিকাংশ লোকই কৃষি কাজে যুক্ত । এখানকার প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান ও পাট । এখানে আউশ, আমন, বোরো এবং ইরি ধান উৎপন্ন হয়ে থাকে।

উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা

  • মাহমুদ হাসান রিপন - প্রখ্যাত রাজনীতিবিদ
  • ফজলে রাব্বী মিয়া - প্রখ্যাত রাজনীতিবিদ

বিবিধসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ফুলছুড়ি উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৫ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪ 

বহিঃসংযোগসম্পাদনা