চাঁদপুর-৫
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চাঁদপুর-৫ (সাবেক কুমিল্লা-২৩) হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চাঁদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৪ আসন।
চাঁদপুর-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চাঁদপুর জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
ফেনী-১ → |
সীমানা
সম্পাদনাচাঁদপুর-৫ আসনটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১১]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রফিকুল ইসলাম | ১,৪৩,৪৯৭ | ৫৬.১ | +১১.৬ | ||
বিএনপি | মমিনুল হক | ১,১০,৪৮০ | ৪৩.২ | -৯.০ | ||
গণফোরাম | মোঃ নোমান | ৮৩৯ | ০.৩ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | গোলাম মোহাম্মদ আলী | ৫৫১ | ০.২ | প্র/না | ||
কেএসজেএল | হাশেম হায়দার পাটোয়ারী | ২৯৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,০১৭ | ১২.৯ | +৫.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৫৫,৬৬৫ | ৮৬.৭ | +১৪.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এম এ মতিন | ১,১০,৭৯২ | ৫২.২ | +১১.৪ | ||
আওয়ামী লীগ | রফিকুল ইসলাম | ৯৪,৫৩১ | ৪৪.৫ | +৩.৪ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শাফিউল আলম স্বপন | ৫,০৫১ | ২.৪ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | সৈয়দ মোঃ জাহান শাহ | ১,৪০৪ | ০.৭ | +০.৩ | ||
জাসদ | মোঃ আনোয়ার হোসেন মোল্লাহ | ৩৩০ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | মোঃ নোমান | ২৭৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,২৬১ | ৭.৭ | +৭.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,১২,৩৮৪ | ৭২.৩ | +০.৪ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রফিকুল ইসলাম | ৬২,৩০৯ | ৪১.১ | +২২.৩ | ||
বিএনপি | এম এ মতিন | ৬১,৮৯৫ | ৪০.৮ | +১০.৭ | ||
জাতীয় পার্টি | তোফাজ্জল হায়দার চৌধুরী | ১৮,৭০০ | ১২.৩ | -১.৮ | ||
জামায়াতে ইসলামী | মাহাবুবুর রহমান | ৬,৩১৯ | ৪.২ | -১.১ | ||
ইসলামী ঐক্য জোট | জাকারিয়া | ১,১৮৯ | ০.৮ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মোঃ জালাল উদ্দিন কাশেমি | ৬৬৩ | ০.৪ | প্র/না | ||
গণফোরাম | এম এ বারী | ২৬৯ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | এম এ কাইয়ুম চৌধুরী | ২৪০ | ০.২ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১৪ | ০.৩ | −০.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৫১,৫৮৪ | ৭১.৯ | +২৭.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এম এ মতিন | ৩৫,৯৪৪ | ৩০.১ | |||
স্বতন্ত্র | এম এ সাত্তার | ৩৪,৬৮২ | ২৯.১ | |||
আওয়ামী লীগ | মোঃ আব্দুর রব | ২২,৩৮৯ | ১৮.৮ | |||
জাতীয় পার্টি | আব্দুল ওয়াদুদ খান | ১৬,৮২১ | ১৪.১ | |||
জামায়াতে ইসলামী | মাহবুবুর রহমান | ৬,৩০৯ | ৫.৩ | |||
ফ্রিডম পার্টি | শাহজাহান | ১,০০৩ | ০.৮ | |||
বিকেএ | জাকারিয়া | ৯৯১ | ০.৮ | |||
জাকের পার্টি | এম এ কাইয়ুম চৌধুরী | ৪১২ | ০.৩ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আবু নোমান | ৩৫৬ | ০.৩ | |||
স্বতন্ত্র | কালী নারায়ণ লোদ | ১৭০ | ০.১ | |||
স্বতন্ত্র | আঃ মালেক চৌধুরী | ১৫৬ | ০.১ | |||
জাসদ (রব) | আনোয়ার হোসেন | ১৩৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,২৬২ | ১.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৯,৩৭২ | ৪৪.২ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চাঁদপুর-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২০।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
<references>
-এ সংজ্ঞায়িত "১৯৮৬ফলাফল" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চাঁদপুর-৫
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |