চাঁদপুর-৫

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

চাঁদপুর-৫ (সাবেক কুমিল্লা-২৩) হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চাঁদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৪ আসন।

চাঁদপুর-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাচাঁদপুর জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৪,৮৫,৫৬২ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৪৭,৯৫১
  • নারী ভোটার: ২,৩৪,৬১০
  • হিজড়া ভোটার: ১
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

চাঁদপুর-৫ আসনটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাশাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ আব্দুর রব বাংলাদেশ আওয়ামী লীগ
১৯৮৮ আব্দুল ওয়াদুদ খান জাতীয় পার্টি[]
১৯৯১ এম এ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
ফেব্রুয়ারি ১৯৯৬ এম এ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
জুন ১৯৯৬ রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ[]
২০০১ এম এ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
২০০৮ রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ[]
২০১৪ রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ[]
২০১৮ রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ[১০]
২০২৪

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১১]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: চাঁদপুর-৫[১২][১৩]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রফিকুল ইসলাম ১,৪৩,৪৯৭ ৫৬.১ +১১.৬
বিএনপি মমিনুল হক ১,১০,৪৮০ ৪৩.২ -৯.০
গণফোরাম মোঃ নোমান ৮৩৯ ০.৩ প্র/না
তরিকত ফেডারেশন গোলাম মোহাম্মদ আলী ৫৫১ ০.২ প্র/না
কেএসজেএল হাশেম হায়দার পাটোয়ারী ২৯৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৩,০১৭ ১২.৯ +৫.২
ভোটার উপস্থিতি ২,৫৫,৬৬৫ ৮৬.৭ +১৪.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: চাঁদপুর-৫[১৪]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এম এ মতিন ১,১০,৭৯২ ৫২.২ +১১.৪
আওয়ামী লীগ রফিকুল ইসলাম ৯৪,৫৩১ ৪৪.৫ +৩.৪
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট শাফিউল আলম স্বপন ৫,০৫১ ২.৪ প্র/না
ইসলামী ফ্রন্ট সৈয়দ মোঃ জাহান শাহ ১,৪০৪ ০.৭ +০.৩
জাসদ মোঃ আনোয়ার হোসেন মোল্লাহ ৩৩০ ০.২ প্র/না
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি মোঃ নোমান ২৭৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৬,২৬১ ৭.৭ +৭.৪
ভোটার উপস্থিতি ২,১২,৩৮৪ ৭২.৩ +০.৪
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চাঁদপুর-৫[১৪]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রফিকুল ইসলাম ৬২,৩০৯ ৪১.১ +২২.৩
বিএনপি এম এ মতিন ৬১,৮৯৫ ৪০.৮ +১০.৭
জাতীয় পার্টি তোফাজ্জল হায়দার চৌধুরী ১৮,৭০০ ১২.৩ -১.৮
জামায়াতে ইসলামী মাহাবুবুর রহমান ৬,৩১৯ ৪.২ -১.১
ইসলামী ঐক্য জোট জাকারিয়া ১,১৮৯ ০.৮ প্র/না
ইসলামী ফ্রন্ট মোঃ জালাল উদ্দিন কাশেমি ৬৬৩ ০.৪ প্র/না
গণফোরাম এম এ বারী ২৬৯ ০.২ প্র/না
জাকের পার্টি এম এ কাইয়ুম চৌধুরী ২৪০ ০.২ -০.১
সংখ্যাগরিষ্ঠতা ৪১৪ ০.৩ −০.৮
ভোটার উপস্থিতি ১,৫১,৫৮৪ ৭১.৯ +২৭.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: চাঁদপুর-৫[১৪]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এম এ মতিন ৩৫,৯৪৪ ৩০.১
স্বতন্ত্র এম এ সাত্তার ৩৪,৬৮২ ২৯.১
আওয়ামী লীগ মোঃ আব্দুর রব ২২,৩৮৯ ১৮.৮
জাতীয় পার্টি আব্দুল ওয়াদুদ খান ১৬,৮২১ ১৪.১
জামায়াতে ইসলামী মাহবুবুর রহমান ৬,৩০৯ ৫.৩
ফ্রিডম পার্টি শাহজাহান ১,০০৩ ০.৮
বিকেএ জাকারিয়া ৯৯১ ০.৮
জাকের পার্টি এম এ কাইয়ুম চৌধুরী ৪১২ ০.৩
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) আবু নোমান ৩৫৬ ০.৩
স্বতন্ত্র কালী নারায়ণ লোদ ১৭০ ০.১
স্বতন্ত্র আঃ মালেক চৌধুরী ১৫৬ ০.১
জাসদ (রব) আনোয়ার হোসেন ১৩৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১,২৬২ ১.১
ভোটার উপস্থিতি ১,১৯,৩৭২ ৪৪.২
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চাঁদপুর-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  8. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২০ 
  9. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  10. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  11. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  12. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  13. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  14. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "১৯৮৬ফলাফল" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

বহিঃসংযোগ

সম্পাদনা