চাঁদপুর-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) চাঁদপুর-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চাঁদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৩ আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
চাঁদপুর-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চাঁদপুর জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাচাঁদপুর-৪ আসনটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
সম্পাদনানির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১০ এর দশকে
সম্পাদনা২০১৪ সাধারণ নির্বাচনে সামছুল হক ভুইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৬] বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বেশকিছু দল নির্বাচন বয়কট করার কারণে তার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী ছিল না।
২০১০-এর নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | হারুনুর রশীদ | ৮৮,৯০৫ | ৫১.০ | -৬.০ | |
আওয়ামী লীগ | শফিকুর রহমান | ৮১,৮৩৮ | ৪৬.৯ | -৯.০ | |
ইসলামী আন্দোলন | মকবুল হোসেন | ২,২২৯ | ১.৩ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | মতিউল ইসলাম মিয়াজি | ৬৩৩ | ০.৪ | +০.২ | |
স্বতন্ত্র | মোঃ মহিউদ্দীন | ৪২৮ | ০.২ | প্র/না | |
বাসদ | আলমগীর হোসেন দুলাল | ৩৬৮ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭,০৬৭ | ৪.১ | −১৫.০ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৪,৪০১ | ৭৮.০ | +৪.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | এসএ সুলতান | ৯২,৮২৯ | ৫৭.০ | +৭.৭ | |
আওয়ামী লীগ | মোঃ ইউসুফ গাজী | ৬১,৭৪০ | ৩৭.৯ | -০.১ | |
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | মুন্সি মনসুর আহমেদ | ৫,৯৫৭ | ৩.৭ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ হাবিবুর রহমান ভুইয়া | ৭৯৫ | ০.৫ | প্র/না | |
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | শাহজাহান তালুকদার | ৭০৫ | ০.৪ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | নাজির আহমেদ পাটোয়ারী | ৩১১ | ০.২ | প্র/না | |
বিকেএ | মুহাম্মদ হোসেন আকন্দ | ২১৭ | ০.১ | -০.১ | |
স্বতন্ত্র | মোঃ আব্দুল্লাহ | ১৯৭ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | মোঃ মোশাররফ হোসেন খান | ১১৯ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ কায়কোবাদ | ৫৩ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,০৮৯ | ১৯.১ | +৭.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,৬২,৯২৩ | ৬২.৮ | +৩.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | মোহাম্মদ আবদুল্লাহ | ৬৩,০৫০ | ৪৯.৩ | +১৬.১ | |
আওয়ামী লীগ | মোঃ ফজলুল হক সরকার | ৪৮,৫৮১ | ৩৮.০ | +১৬.৬ | |
জাতীয় পার্টি | সালেহ আহমেদ | ৮,৪০১ | ৬.৬ | -১৩.২ | |
জামায়াতে ইসলামী | হাবিব উল্লাহ | ৪,১১৪ | ৩.২ | -৪.০ | |
ইসলামী ঐক্য জোট | এ. সোবহান | ২,৬২৭ | ২.১ | প্র/না | |
জাকের পার্টি | এ.এন.এম ইব্রাহীম খলিল আজাদী | ২৯০ | ০.২ | প্র/না | |
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | শাহজাহান তালুকদার | ২৮৯ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ বেকার সমাজ | মোকলেছুর রহমান পাটোয়ারী | ২৭৯ | ০.২ | প্র/না | |
বিকেএ | মোঃ হোসেন আকন্দ | ১৯৬ | ০.২ | -০.৪ | |
স্বতন্ত্র | আলম খান | ১৬৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৪৬৯ | ১১.৩ | +০.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,২৭,৯৯৩ | ৬৬.৬ | +২৩.১ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোহাম্মদ আবদুল্লাহ | ৩৩,৮৪৮ | ৩২.২ | |||
আওয়ামী লীগ | আব্দুল আউয়াল | ২২,৫২৭ | ২১.৪ | |||
জাতীয় পার্টি | মিজানুর রহমান চৌধুরী | ২০,৮৩৬ | ১৯.৮ | |||
জাসদ (রব) | আবদুল্লাহ সরকার | ১৯,৩৬৭ | ১৮.৪ | |||
জামায়াতে ইসলামী | হাবিব উল্লাহ | ৭,৫৪১ | ৭.২ | |||
বিকেএ | সিরাজুল ইসলাম | ৬৪৯ | ০.৬ | |||
জাসদ (রব) | এ. লতিফ | ২১৩ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | লতিফ পালোয়ান | ৭৭ | ০.১ | |||
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল | দেওয়ান সিরাজুল ইসলাম দাদন | ৪৩ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৩২১ | ১০.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১,০৫,১০১ | ৪৩.৫ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
টীকা
সম্পাদনা- ↑ "চাঁদপুর-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। চাঁদপুর বার্তা। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চাঁদপুর-৪