চাঁদপুর-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চাঁদপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চাঁদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬২ নং আসন।
চাঁদপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চাঁদপুর জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাচাঁদপুর-৩ আসনটি চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে দীপু মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: চাঁদপুর-৩[৬][৭] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | দীপু মনি | ১,৩৪,৮৩৬ | ৫২.২ | +১৩.৯ | ||
বিএনপি | জি এম ফজলুল হক | ১,১৬,০৬৮ | ৪৫.০ | -১৩.৯ | ||
ইসলামী আন্দোলন | মোঃ নুরুল আমিন | ৪,৪৭৪ | ১.৭ | প্র/না | ||
বাসদ | শাহাজাহান তালুকদার | ১,৩৬৩ | ০.৫ | প্র/না | ||
গণফোরাম | সেলিম আকবর | ৫১৮ | ০.২ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | মিজানুর রহমান | ৪৩০ | ০.২ | প্র/না | ||
বিকেএ | মোঃ হোসেন আখন্দ | ২৬৭ | ০.১ | প্র/না | ||
গণফ্রন্ট | হাফিজ মাসুদ আক্তার | ১১৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,৭৬৮ | ৭.৩ | -১৩.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,৫৮,০৭৪ | ৮২.৮ | +২০.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: চাঁদপুর-৩[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | জি এম ফজলুল হক | ৭২,৮৩০ | ৫৮.৯ | +১৯.৩ | |
আওয়ামী লীগ | সামসুল হক ভূইয়া | ৪৭,৩২৪ | ৩৮.৩ | +৫.৭ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মিজানুর রহমান | ৩,০০৯ | ২.৪ | প্র/না | |
স্বতন্ত্র | আলম খান | ৩৩৮ | ০.৩ | -৩.৬ | |
স্বতন্ত্র | সবুর খান | ২১৭ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৫০৬ | ২০.৬ | +১৩.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,২৩,৭১৮ | ৬২.৩ | -৬.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চাঁদপুর-৩[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | জি এম ফজলুল হক | ৩৯,৪১৫ | ৩৯.৬ | -৪.৫ | |
আওয়ামী লীগ | এ বি সিদ্দিকী | ৩২,৪১৯ | ৩২.৬ | +৬.৩ | |
জাতীয় পার্টি | হারুনুর রশিদ খান | ১৫,৯৭৭ | ১৬.১ | +৩.১ | |
জামায়াতে ইসলামী | মোঃ আব্দুর রব | ৬,২৮৫ | ৬.৩ | -৭.৩ | |
স্বতন্ত্র | আলম খান | ৩,৮৫১ | ৩.৯ | প্র/না | |
জাকের পার্টি | আব্দুস সামাদ | ৭৫৭ | ০.৮ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ জাকারিয়া | ৫১৪ | ০.৫ | প্র/না | |
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | মোঃ জাহাঙ্গীর আলম খান | ১৮৬ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ বেকার সমাজ | মোঃ শফিকুল ইসলাম পাঠান | ৭৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৯৯৬ | ৭.০ | -১০.৮ | ||
ভোটার উপস্থিতি | ৯৯,৪৮১ | ৬৮.৩ | +২৪.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: চাঁদপুর-৩[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আলম খান | ৩৮,১৬২ | ৪৪.১ | |||
আওয়ামী লীগ | মোঃ রিয়াসত উল্লাহ | ২২,৭৪৭ | ২৬.৩ | |||
জামায়াতে ইসলামী | মোঃ আব্দুর রব | ১১,৭৮১ | ১৩.৬ | |||
জাতীয় পার্টি | হারুনুর রশিদ খান | ১১,২৫৩ | ১৩.০ | |||
জাসদ | এইচ এম গিয়াস উদ্দিন | ১,০৮৯ | ১.৩ | |||
জাসদ (সিরাজ) | মোঃ খোরশেদ আলম | ৬১৯ | ০.৭ | |||
বাংলাদেশ পিপলস লীগ (গরিব এ নওয়াজ) | মোঃ সিদ্দিকুর রহমান হাজরা | ২৫৪ | ০.৩ | |||
স্বতন্ত্র | আলী আশরাফ পাটোয়ারী | ২৫১ | ০.৩ | |||
ন্যাপ (মুজাফফর) | শহিদ উল্লাহ | ১৯৬ | ০.২ | |||
জাসদ (রব) | ওয়ালী আহমেদ পাটোয়ারী | ১৮৪ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৪১৫ | ১৭.৮ | ||||
ভোটার উপস্থিতি | ৮৬,৫৩৬ | ৪৩.৫ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চাঁদপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চাঁদপুর-৩
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |