হারুন অর রশিদ খান
হারুন অর রশিদ খান (১ নভেম্বর ১৯৩৪-৫ নভেম্বর ২০০৩) জাতীয় পার্টির রাজনীতিবিদ ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
হারুন অর রশিদ খান | |
---|---|
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৯০ | |
পূর্বসূরী | আসন শুরু |
উত্তরসূরী | আলম খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ নভেম্বর ১৯৩৪ চাঁদপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ৫ নভেম্বর ২০০৩ ইন্দিরা রোড, ঢাকা |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাহারুন অর রশিদ খান ১ নভেম্বর ১৯৩৪ সালে চাঁদপুর সদর উপজেলার তৎকালীন আশিকাটি ইউনিয়নের সফরমালীর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ সেকান্তর খান এবং মাতার নাম জরিনা খাতুন। তিনি ব্যবসায়ী ছিলেন।[৩]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাহারুন অর রশিদ খান ১৯৫২ সালে ছাত্রজীবনে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। ভাষা আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ঢাকার সদস্য, ১৯৭০-১৯৮৬ সাল পর্যন্ত হাজী মহসিন জনকল্যাণ সমিতির সভাপতি, ১৯৭৮-১৯৮৮ সাল পর্যন্ত ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সহসভাপতি ও উপদেষ্টা ছিলেন।[৩]
১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচন হন। তিনি বিভিন্ন সময় জাতীয় পার্টির চাঁদপুরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।[১][২]
মৃত্যু
সম্পাদনাহারুন অর রশিদ খান ৫ নভেম্বর ২০০৩ সালে ব্রঙ্কাইটিজ ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইন্দিরা রোডের বাসভবনে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ "সাবেক এমপি হারুন অর রশিদ খানের ১৪ তম মৃত্যুবার্ষিকী"। চাঁদপুর টাইমস। ৪ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]