চাঁদপুর-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চাঁদপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চাঁদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬১ আসন।
চাঁদপুর-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চাঁদপুর জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাচাঁদপুর-২ আসনটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মুহাম্মদ রফিকুল ইসলাম | ১,২৩,৭৮৫ | ৫৫.৫ | +১৬.৯ | ||
বিএনপি | মোঃ নুরুল হুদা | ৮৭,০৬১ | ৩৯.০ | -২০.৭ | ||
স্বতন্ত্র | জালাল উদ্দিন | ৮,২৫৮ | ৩.৭ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | মুক্তার হোসেন | ২,৬১৭ | ১.২ | প্র/না | ||
গণফ্রন্ট | মোঃ জহিরুল ইসলাম | ৪৯৪ | ০.২ | প্র/না | ||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | মোঃ বিলাল হোসেন | ৩৯৭ | ০.২ | প্র/না | ||
গণফোরাম | আবু বকর সিদ্দিক | ৩৮৫ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,৭৫৪ | ১৬.৫ | −৪.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,২২,৯৯৭ | ৮২.২ | +২৪.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোঃ নুরুল হুদা | ৭৮,২০৫ | ৫৯.৭ | +৩৮.২ | ||
আওয়ামী লীগ | মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া | ৫০,৫১৬ | ৩৮.৬ | -২৮.৫ | ||
স্বতন্ত্র | আমিনুল হক সরকার | ১,৩৮১ | ১.১ | প্র/না | ||
স্বতন্ত্র | জসিম উদ্দিন | ৩৩৩ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | সামসুল হক সিকদার | ২১৭ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | হারুন-অর-রশীদ | ১৬৯ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আরাশাদ আলী সরকার | ৮০ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,৬৮৯ | ২১.২ | +১৮.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৩০,৯০১ | ৫৭.৭ | −১৪.৩ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া | ৭৫,৩৮৪ | ৬৭.১ | +৩১.২ | ||
বিএনপি | মোঃ নুরুল হুদা | ২৪,০৯৬ | ২১.৫ | -২২.৪ | ||
জাতীয় পার্টি | এ বি মইন উদ্দিন হোসেন | ১০,২৮১ | ৯.২ | -৫.৫ | ||
জামায়াতে ইসলামী | আবুল বাশার দেওয়ান | ১,০৮০ | ১.০ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | মোহাম্মদ উল্লাহ | ৫৫০ | ০.৫ | প্র/না | ||
স্বতন্ত্র | নাজির আহমেদ | ৩২৫ | ০.৩ | প্র/না | ||
বাংলাদেশ তফসিলি ফেডারেশন (সুদীর) | রুহুল আমিন সরকার | ১৪১ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | কাজী হাসেম | ১৩৫ | ০.১ | প্র/না | ||
জাকের পার্টি | আশরাফ উদ্দিন পাত | ১৩১ | ০.১ | -১.৬ | ||
স্বতন্ত্র | জসিম উদ্দিন সরকার | ১২৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আলাউদ্দিন খান | ৪৫ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫১,২৮৮ | ৩.১ | −৪.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,১২,২৯৬ | ৭২.০ | +২৪.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোঃ নুরুল হুদা | ৪১,৩০১ | ৪৩.৯ | |||
আওয়ামী লীগ | মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া | ৩৩,৮০১ | ৩৫.৯ | |||
জাতীয় পার্টি | এম শামসুল হক | ১৩,৭৮১ | ১৪.৭ | |||
স্বতন্ত্র | আব্দুল মতিন সরকার | ১,৭৯৮ | ১.৯ | |||
জাকের পার্টি | গোলাম মোস্তফা | ১,৬২২ | ১.৭ | |||
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল | শাহ আলম | ৫০০ | ০.৫ | |||
ফ্রিডম পার্টি | হাসেম কাজী | ৪৭৭ | ০.৫ | |||
বাংলাদেশ শ্রমিক পার্টি | সরওয়ার চৌধুরী জসিম | ৩১৮ | ০.৩ | |||
ন্যাপ (ভাসানী) | বেনজীর আহমদ | ২৪৮ | ০.৩ | |||
জনশক্তি পার্টি | জহির হোসেন | ২০৪ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৫০০ | ৮.০ | ||||
ভোটার উপস্থিতি | ৯৪,০৫০ | ৪৭.৩ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চাঁদপুর-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চাঁদপুর-২
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |