নূরুল আমিন রুহুল

বাংলাদেশী রাজনীতিবিদ

নূরুল আমিন রুহুল একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর - মতলব দক্ষিণ) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

নূরুল আমিন রুহুল
বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য নুরুল আমিন রুহুল (২০১৯)
একাদশ জাতীয় সংসদ
চাঁদপুর-২ আসন আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ জানুয়ারি ২০১৯
পূর্বসূরীমোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-10-14) ১৪ অক্টোবর ১৯৫৯ (বয়স ৬৫)
চাঁদপুর
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

নুরুল আমিন ১৯৫৯ সালের ১৪ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম আওলাদ হোসেন ও মাতার নাম মোনচেহারা। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

নুরুল আমিন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিএনপির জালাল উদ্দিনকে পরাজিত করে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][][] তিনি আওয়ামী লীগের ঢাকা মহানগরের দক্ষিণ শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[] এর পূর্বে তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক ও অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মায়ার পরিবর্তে কে এই রুহুল?"জাগোনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৯ 
  2. "একাদশ সংসদ নির্বাচন"সমকাল। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  3. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  4. "নুরুল আমিন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "চাঁদপুরের দুটি আসনে আ.লীগের নতুন প্রার্থী, মায়া বাদ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৯ 
  6. "চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী নূরুল আমিন রুহুল!"ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৯ 
  7. "ত্রাণমন্ত্রী মায়ার আসনে হঠাৎ মনোনয়ন পাওয়া কে এই নুরুল আমিন?"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা