পটুয়াখালী-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
পটুয়াখালী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১১নং আসন।
পটুয়াখালী-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | পটুয়াখালী জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← বরগুনা-২ |
সীমানা
সম্পাদনাপটুয়াখালী-১ আসনটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা ও পটুয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৮: পটুয়াখালী-১[৭] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শাহজাহান মিয়া | ২,৭০,৯৭০ | ৮২.২ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | আলতাফুর রহমান | ১৫,১০৩ | ৬.৮ | প্র/না | ||
বিএনপি | আলতাফ হোসেন চৌধুরী | ১০,৩৬৯ | ৪.৬ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৫৫,৮৬৭ | ৬৫.২ | +৬৫.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৯৭,৫২০ | ৮২.৭ | +৫৪.৫ | |||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০১৪: পটুয়াখালী-১[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | এবিএম রুহুল আমিন হাওলাদার | ৭৯,২০৩ | ৬৮.৮ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ শফিকুল ইসলাম | ৩৫,৫৮২ | ৩০.৯ | প্র/না | ||
জাসদ (রব) | হাবিবুর রহমান শওকত | ৩০৭ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৩,৬২১ | ৩৭.৯ | +১৫.১ | |||
ভোটার উপস্থিতি | ১,১৫,০৯২ | ৩৪.৫ | -৪৮.৯ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: পটুয়াখালী-১[৯][১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শাহজাহান মিয়া | ১,২০,১৩২ | ৫৮.১ | +১৬.৭ | ||
বিএনপি | আলতাফ হোসেন চৌধুরী | ৭৩,০১৭ | ৩৫.৩ | -১৪.১ | ||
ইসলামী আন্দোলন | আব্দুর রহমান | ১১,৮০৪ | ৫.৭ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ আব্দুল হাই | ৮৯৩ | ০.৪ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | মুতাওয়াক্কিল বিল্লাহ | ৫৫১ | ০.৩ | প্র/না | ||
বাসদ | জহিরুল আলম | ৩৭২ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৭,১১৫ | ২২.৮ | +১৪.৯ | |||
ভোটার উপস্থিতি | ২,০৬,৭৬৯ | ৮৩.৪ | +২২.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: পটুয়াখালী-১[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আলতাফ হোসেন চৌধুরী | ৯৫,৮৩৮ | ৪৯.৪ | +১০.৬ | ||
আওয়ামী লীগ | শাহজাহান মিয়া | ৮০,৪০৩ | ৪১.৪ | -৫.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোহাম্মদ কেরামত আলী | ১৭,৩৮৮ | ৯.০ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | সুবাস চাঁদ | ৩৪৮ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোহাম্মদ রুহুল আমিন | ১৯৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৪৩৫ | ৭.৯ | -০.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৪,১৭৪ | ৬১.৩ | -০.৭ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পটুয়াখালী-১[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শাহজাহান মিয়া | ৬৩,৯৫১ | ৪৭.৩ | +১.৩ | ||
বিএনপি | মোহাম্মদ কেরামত আলী | ৫২,৩৬৯ | ৩৮.৮ | -৭.২ | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ এ গনি | ১০,৩২৮ | ৭.৬ | +৪.৮ | ||
জাতীয় পার্টি | এবিএম রুহুল আমিন হাওলাদার | ৫,৩৩২ | ৩.৯ | +১.৭ | ||
জামায়াতে ইসলামী | এ জব্বার আজাদি | ২,০৪৩ | ১.৫ | -০.৬ | ||
গণফোরাম | আব্দুল আজিজ | ৩৩১ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | এ আজিজ শিং | ৩২৯ | ০.২ | -০.৫ | ||
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা পার্টি | রাজ্জাক মৃধা | ২৯৪ | ০.২ | প্র/না | ||
জাতীয় জনতা পার্টি (আসাদ) | জেএম আনিসুর রহমান | ১২৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৫৮২ | ৮.৬ | +৩.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৫,১০৩ | ৬২.০ | +২৫.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: পটুয়াখালী-১[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | মোহাম্মদ কেরামত আলী | ৫১,২৭৮ | ৪৬.০ | |||
আওয়ামী লীগ | শাহজাহান মিয়া | ৪৫,০০৬ | ৪০.৩ | |||
ইসলামী ঐক্য জোট | এএফ মোঃ শাহজাহান | ৩,০৭০ | ২.৮ | |||
বাংলাদেশ জনতা পার্টি | একেএম আশিকুর রহমান | ২,৭৫৬ | ২.৫ | |||
জাতীয় পার্টি | সর্দার আব্দুর রশিদ | ২,৪৬৮ | ২.২ | |||
জামায়াতে ইসলামী | এসকে জব্বার আজাদি | ২,৩৮৩ | ২.১ | |||
জাতীয় ঐক্যফ্রন্ট | আব্দুর রাজ্জাক চৌধুরী | ২,৩২৪ | ২.১ | |||
জাকের পার্টি | এ বারি | ৮০৫ | ০.৭ | |||
স্বতন্ত্র | আব্দুল আজিজ মল্লিক | ৭৭৫ | ০.৭ | |||
জাসদ | হাবিবুর রহমান শওকত | ৫৫৭ | ০.৫ | |||
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মাওলা) | মোঃ সেলিম তালুকদার | ১৩১ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,২৭২ | ৫.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১,১১,৫৫৩ | ৩৬.৭ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পটুয়াখালী-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "পটুয়াখালীর চারটি আসনেই আওয়ামী লীগের জয়"। banglanews24.com। ৩১ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২২।
- ↑ "Patuakhali-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে পটুয়াখালী-১