শাহজাহান মিয়া (পটুয়াখালীর রাজনীতিবিদ)
শাহজাহান মিয়া (১৭ জানুয়ারি ১৯৪০ — ২১ অক্টোবর ২০২৩) বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন।[১][২]
এ্যাডভোকেট শাহজাহান মিয়া | |
---|---|
বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৪ জানুয়ারি ২০০৯ – ২১ নভেম্বর ২০১৩ | |
পূর্বসূরী | এ. এফ. হাসান আরিফ |
উত্তরসূরী | মুজিবুল হক মুজিব |
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি ২০১৯ – ২১ অক্টোবর ২০২৩ | |
পূর্বসূরী | এবিএম রুহুল আমিন হাওলাদার |
উত্তরসূরী | আফজাল হোসেন |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি ২০০৯ – ২৪ জানুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | আলতাফ হোসেন চৌধুরী |
উত্তরসূরী | এবিএম রুহুল আমিন হাওলাদার |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ১ অক্টোবর ২০০১ | |
পূর্বসূরী | আলতাফ হোসেন চৌধুরী |
উত্তরসূরী | আলতাফ হোসেন চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মো. শাহজাহান মিয়া ১৭ জানুয়ারি ১৯৪০ পটুয়াখালী, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২১ অক্টোবর ২০২৩ বিএসএমএমইউ, ঢাকা |
সমাধিস্থল | পটুয়াখালী পৌর কবরস্থান |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | ৩ ছেলে, ১ মেয়ে |
প্রাক্তন শিক্ষার্থী | সরকারি ব্রজমোহন কলেজ |
পেশা | আইনজীবী ও রাজনীতিবিদ |
প্রাথমিক জীবন
সম্পাদনাশাহজাহান মিয়া ১৭ জানুয়ারি ১৯৪০ সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
সম্পাদনাশাহজাহান মিয়া পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাশাহজাহান মিয়া ষাটের দশকে বিএম কলেজ থেকে ছাত্রাবস্থায় রাজনৈতিক জীবন শুরু করেন।
১৯৬৭ সালে মহকুমা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।[৩][৪]
১৯৭৩ সালে পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।[১][৫][৬][৭]
১৯৯১ সালের পঞ্চম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন।[১]
শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
পারিবারিক জীবন
সম্পাদনাবিবাহিত জীবনে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার তিন ছেলে, এক মেয়ে। বড় ছেলে আখতারুজ্জামান বাচ্চু জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। মেজ ছেলে মো. তারিকুজ্জামান মনি জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মৃত্যু
সম্পাদনাশাহজাহান মিয়া ২১ অক্টোবর ২০২৩ শনিবার সকাল ৬টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "শাহজাহান মিয়া"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ "ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/উপদেষ্টাগণের নাম ও কর্মকাল"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "পটুয়াখালী জেলা আ.লীগের সভাপতি আলমগীর, সম্পাদক মন্নান"। Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "পটুয়াখালী-১: নৌকায় ভোট চাইলেন শাহজাহান মিয়া"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮।
- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২১।