বাংলাদেশের ধর্মমন্ত্রী
বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য
বাংলাদেশের ধর্মমন্ত্রী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সকল দপ্তর ও সংস্থারও মন্ত্রী। ১৯৮০ সালের পূর্বে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় ও পরে ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ধর্ম সংশ্লিষ্ট বিষয়সমূহ দেখাশোনা করা হতো। ১৯৮০ সালের ২৫ জানুয়ারি পৃথক মন্ত্রণালয় ও মন্ত্রীর মাধ্যমে এটি যাত্রা শুরু করে।[১] এখানে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন সকলের নাম তালিকাভূক্ত করা হয়েছে।[২]
বাংলাদেশের ধর্মমন্ত্রী | |
---|---|
দায়িত্ব পদশূন্য ৬ আগস্ট ২০২৪ থেকে | |
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় | |
মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৫ বছর |
ওয়েবসাইট | mora.gov.bd |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
সম্পাদনাক্রমিক | আলোকচিত্র | নাম | পদবী | যোগদান | অব্যাহতি |
---|---|---|---|---|---|
১ | মাহবুবুর রহমান | মন্ত্রী | মার্চ ১৯৮৪ | ১ জুন ১৯৮৪ | |
২ | খন্দকার আবু বাকর | মন্ত্রী | ১ জুন ১৯৮৪ | ১৫ জানুয়ারি ১৯৮৫ | |
৩ | কে.এম. আমিনুল ইসলাম | মন্ত্রী | ৯ নভেম্বর ১৯৮৫ | ১৬ ফেব্রুয়ারি ১৯৮৬ | |
৪ | এ কে এম নূরুল ইসলাম | মন্ত্রী | ৪ জুলাই ১৯৮৫ | ২৫ মে ১৯৮৬ | |
৫ | শামসুল হুদা চৌধুরী | মন্ত্রী | ১৬ ফেব্রুয়ারি ১৯৮৬ | ২৫ মে ১৯৮৬ | |
২৩ মার্চ ১৯৮৬ | ৯ জুলাই ১৯৮৬ | ||||
৬ | মুহাম্মদ আবদুল মান্নান | মন্ত্রী | ৯ জুলাই ১৯৮৬ | ১৪ জুন ১৯৮৮ | |
৭ | এম নাজিম উদ্দিন আল আজাদ | উপমন্ত্রী | ১০ ডিসেম্বর ১৯৮৮ | ২৪ ডিসেম্বর ১৯৮৯ | |
মন্ত্রী | ২৪ ডিসেম্বর ১৯৮৯ | ২ মে ১৯৯০ | |||
৮ | কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ | প্রতিমন্ত্রী | ২ মে ১৯৯০ | ৬ ডিসেম্বর ১৯৯০ | |
৯ | আবদুল খালেক | উপদেষ্টা | ২৬ ডিসেম্বর ১৯৯০ | ১৫ মার্চ ১৯৯১ | |
১০ | মোঃ নুরুল ইসলাম | প্রতিমন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ১৫ জুলাই ২০০১ | |
১১ | নাজিম উদ্দিন আল আজাদ | মন্ত্রী | ১০ অক্টোবর ২০০১ | ০২ জুলাই ২০০২ | |
১২ | কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ | প্রতিমন্ত্রী | ০৩ আগস্ট ২০০২ | ০১ জুলাই ২০০৩ | |
১৩ | কেরামত আলী | প্রতিমন্ত্রী | ০২ জুলাই ২০০৩ | ০২ জুলাই ২০০৪ | |
১৪ | এম. এ. মান্নান | প্রতিমন্ত্রী | ০৩ জুলাই ২০০৪ | ৩১ ডিসেম্বর ২০০৫ | |
১৫ | মোশারেফ হোসেন শাহজাহান | প্রতিমন্ত্রী | ২৭ ফেব্রুয়ারি ২০০৬ | ১৪ মে ২০০৭ | |
১৬ | এএসএম মতিউর রহমান | উপদেষ্টা | ১৫ মে ২০০৭ | ০৮ জানুয়ারি ২০০৮ | |
১৭ | এ. এফ. হাসান আরিফ | উপদেষ্টা | ০৯ জানুয়ারি ২০০৮ | ২৪ জানুয়ারি ২০০৯ | |
১৮ | শাহজাহান মিয়া | প্রতিমন্ত্রী | ২৫ জানুয়ারি ২০০৯ | ২০ নভেম্বর ২০১৩ | |
১৯ | মুজিবুল হক মুজিব | মন্ত্রী | ২১ নভেম্বর ২০১৩ | ১১ জানুয়ারি ২০১৪ | |
২০ | মতিউর রহমান | মন্ত্রী | ১২ জানুয়ারি ২০১৪ | ০৯ ডিসেম্বর ২০১৮ | |
২১ | আ. ক. ম. মোজাম্মেল হক | মন্ত্রী | ১১ ডিসেম্বর ২০১৮ | ০৬ জানুয়ারি ২০১৯ | |
২২ | শেখ মোহাম্মদ আবদুল্লাহ | প্রতিমন্ত্রী | ৭ জানুয়ারি ২০১৯ | ১৩ জুন ২০২০ | |
২৩ | ফরিদুল হক খান | প্রতিমন্ত্রী | ২৪ নভেম্বর ২০২০ | ৬ আগস্ট ২০২৪ | |
২৪ | আ ফ ম খালিদ হোসেন | উপদেষ্টা | ৯ আগস্ট ২০২৪ | অদ্যাবধি |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পরিচিতি - ধর্ম বিষয়ক মন্ত্রণালয়"। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০।
- ↑ "ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণের নাম ও কর্মকাল"। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০।