বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পূর্বনাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, তারও পূর্বনাম: আইপিজিএমআর) বাংলাদেশের একটি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৫ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিসিন এ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর) হিসেবে প্রতিষ্ঠিত হয়, পরবর্তীতে ১৯৯৮ সালে সরকার দেশে উচ্চ চিকিৎসা-শিক্ষা ও গবেষণার সুবিধা সম্প্রসারণের জন্য এটিকে একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে। এটি বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তরসহ বিভিন্ন ডিপ্লোমা ডিগ্রি প্রদান করে।
পিজি হাসপাতাল | |
![]() | |
প্রাক্তন নাম | বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় |
---|---|
ধরন | সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৬৫ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাবে ১৯৯৮ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে | ইনস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিকেল রিসার্চ,
বাজেট | ৳১৬১.৬৪ কোটি (২০২৪-২৫)[১] |
ইআইআইএন | ১৩৬৫৯৪ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম |
পরিচালক (হাসপাতাল) | ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন[২] |
অবস্থান | , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | বিএমইউ |
অধিভুক্তি | বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | bmu |
![]() |
এটি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্নাতক ও স্নাতকোত্তর নার্সিং অনুষদ চালু করে এবং জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান-এর মতো নার্সিং প্রতিষ্ঠান এর সাথে সংযুক্ত রয়েছে। চিকিৎসা ও গবেষণার জন্য এটিতে ৭৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে।[৩][৪]
ইতিহাস
সম্পাদনাচিকিৎসা শিক্ষায় স্নাতকোত্তর কোর্স প্রদানের জন্য ১৯৬৫ সালে ঢাকায় ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (IPGMR) প্রতিষ্ঠিত হয়। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ও গবেষণার দায়িতপ্রাপ্ত হলেও এই সংস্থার ডিগ্রি প্রদানের ক্ষমতা ছিল না। এটি ন্যস্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর। IPGMR কার্যক্রমসহ অনেকগুলি চিকিৎসা মহাবিদ্যালয়ের এম.বি.বি.এস ডিগ্রি প্রদান করত ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালের ৩০ এপ্রিল সংসদীয় অধ্যাদেশের মাধ্যমে পূর্ণাঙ্গ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।[৫] এমবিবিএস কোর্স চালু করা হলেও এই প্রতিষ্ঠানে পূর্বাপর কেবল স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হতো।[৬][৭]
২০২৫ সালের ১৩ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পরিবর্তন করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নামকরণ করে।[৮][৯][১০]
উপাচার্যগণ
সম্পাদনানিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:[১১]
ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর |
---|---|---|---|
১ | এম. এ. কাদেরী | ৩০ এপ্রিল ১৯৯৮ | ৯ জানুয়ারী ২০০১ |
২ | মো. তাহির | ১০ জানুয়ারী ২০০১ | ১৭ মে ২০০১ |
৩ | মাহমুদ হাসান | ১৮ মে ২০০১ | ২৩ নভেম্বর ২০০১ |
৪ | এম এ হাদী | ২৪ নভেম্বর ২০০১ | ২১ ডিসেম্বর ২০০৬ |
৫ | মো. তাহির | ২১ ডিসেম্বর ২০০৬ | ৪ নভেম্বর ২০০৮ |
৬ | মো. নজরুল ইসলাম | ৫ নভেম্বর ২০০৮ | ২৪ মার্চ ২০০৯ |
৭ | প্রাণ গোপাল দত্ত | ২৫ মার্চ ২০১২ | ২৪ মার্চ ২০১৫ |
৮ | কামরুল হাসান খান | ২৪ মার্চ ২০১৫ | ২৩ মার্চ ২০১৮ |
৯ | কনক কান্তি বড়ুয়া | ২৪ মার্চ ২০১৮ | ২৩ মার্চ ২০২১ |
১০ | মো. শারফুদ্দিন আহমেদ | ২৯ মার্চ ২০২১ | ২৮ মার্চ ২০২৪ |
১১ | দীন মোহাম্মদ নূরুল হক | ২৮ মার্চ ২০২৪ | ১৮ আগস্ট ২০২৪ |
১২ | সায়েদুর রহমান | ২৭ আগস্ট ২০২৪[১২] | ৪ ডিসেম্বর ২০২৪ |
১৩ | মোঃ শাহীনুল আলম | ৪ ডিসেম্বর ২০২৪ | অদ্যাবধি |
বর্ণনা
সম্পাদনাআইপিজিএমআর নামানুসারে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে একটি হাসপাতাল আছে যাতে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা হয়, রয়েছে একটি সুপার স্পেশালাইজড হসপিটাল। প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন অধ্যাপক কাদরী।[৭] বিশ্ববিদ্যালয়টিতে মোট পাঁচটি বহুতল ভবন আছে; ব্লক এ, বি, সি, ডি এবং কেবিন ব্লক। শিক্ষা, গবেষণা এবং চিকিৎসা সমান্তরালভাবে চলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রশাসনিক দপ্তর খোলা থাকে।
অবস্থান
সম্পাদনাঢাকার শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অবস্থিত। ঠিক পাশেই রয়েছে আরেকটি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবোলিক ডিসঅর্ডারস (বারডেম)।[৭]
অনুষদ সমূহ
সম্পাদনাক্যাজুয়ালটি ডিপার্টমেন্ট, মেডিসিন, সার্জারি, গাইনি এ্যান্ড অবস, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারলজি, হেমাটোলজি, সাইকিয়াট্রি, পেডিয়াট্রিক সার্জারি এবং হাসপাতালের ডিসপেনসারি আলাদা একটি কমপ্লেক্সে অবস্থিত।[৪]
চিত্রশালা
সম্পাদনা-
প্রবেশ পথ
-
প্রধান ফটক
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয় কে কত বাজেট পাচ্ছে"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৭।
- ↑ "Director (Hospital) - BSMMU-Bangabandhu Sheikh Mujib Medical University"। bsmmu.edu.bd। ২০২০-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ "BSMMU-Bangabandhu Sheikh Mujib Medical University"। bsmmu.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৭।
- ↑ ক খ "BSMMU- Home"। www.bsmmu.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪।
- ↑ "বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮" (পিডিএফ)। bdlaws.minlaw.gov.bd। ৫ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৫।
- ↑ "বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা ও প্রাপ্তি"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ ক খ গ "বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪।
- ↑ "বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" (পিডিএফ)। dpp.gov.bd। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ১৫ এপ্রিল ২০২৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
- ↑ "বঙ্গবন্ধু মেডিকেলসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ মার্চ ২০২৫। ১৩ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ "বিএসএমএমইউ'র নাম বদল করে 'বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়' অনুমোদন"। বাংলাদেশ প্রতিদিন। ১৩ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ "সম্মানিত উপাচার্যগণের তালিকা"। বিএসএমএমইউ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।
- ↑ "বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সম্পর্কিত মিডিয়া দেখুন।
- দাপ্তরিক ওয়েবসাইট
- স্বাস্থ্য অধিদপ্তর