কনক কান্তি বড়ুয়া

বাংলাদেশী চিকিৎসক ও অধ্যাপক

কনক কান্তি বড়ুয়া একজন বাংলাদেশী স্নায়ুশল্যচিকিৎসক এবং অধ্যাপক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ১০ম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২] চিকিৎসা বিদ্যায় অবদানের জন্য তিনি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।[৩]

কনক কান্তি বড়ুয়া
Kanak Kanti Barua.jpg
১০ম উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৪ মার্চ ২০১৮ – ২৩ মার্চ ২০২১
নিয়োগদাতারাষ্ট্রপতি আব্দুল হামিদ
পূর্বসূরীকামরুল হাসান খান
উত্তরসূরীমো. শারফুদ্দিন আহমেদ
সভাপতি
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস
কাজের মেয়াদ
২০১৭ – ২০১৯
পূর্বসূরীমোঃ সানোয়ার হোসেন
উত্তরসূরীকাজী দীন মোহাম্মদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৩
প্রাক্তন শিক্ষার্থীঢাকা মেডিকেল কলেজ
পুরস্কারস্বাধীনতা পুরস্কার (২০২২)

জীবন ও কর্মসম্পাদনা

কনক কান্তি বড়ুয়া ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন।[৪] তিনি ১৯৭৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমএস (নিউরো সার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৫][৬] তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস থেকে এফসিপিএস অর্জন করেন। বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুশল্যবিদ্যা বিভাগের (নিউরোসার্জারি) সভাপতি এবং শল্যবিদ্যা অনুষদের ডিনের দায়িত্বপালন করেন।[৫][৭][৮] তিনি ২০১৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।[৭][৮][৯]

গবেষণা ও প্রকাশনাসম্পাদনা

এ পর্যন্ত তাঁর ৪৭টিরও বেশি গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়।[৫][৭]

পুরস্কার ও সম্মাননাসম্পাদনা

তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস, ২০১২ সালে শ্রীলঙ্কা থেকে সাম্মানিক এফএসএলসিএস এবং কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স, পাকিস্তান থেকে সাম্মানিক এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।[৫] বড়ুয়া নিউরোসার্জারিতে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেন। ২০১৯ সালে তিনি অধ্যাপক পিএস রামানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন।[১০] চিকিৎসা বিদ্যায় অবদানের জন্য তিনি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।[৩]

তথ্যসূত্রসম্পাদনা

  1. ডটকম, জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য কনক কান্তি বড়ুয়া"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  2. "Former Hon'ble VC's list. Vice Chancellor - BSMMU-Bangabandhu Sheikh Mujib Medical University"bsmmu.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  3. "স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান"চ্যানেল 24। ১৫ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২ 
  4. "Bangladesh Society of Neurosurgeons."www.bsnsbd.org। ২০২০-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  5. "অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  6. "কাজের ক্ষেত্রে 'না' করো না"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭ 
  7. "Vice Chancellor - BSMMU-Bangabandhu Sheikh Mujib Medical University"bsmmu.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  8. "বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  9. "উপমহাদেশের প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া বিএসএমএমইউর ভিসি"daktarprotidin.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  10. "Awardees – Neuro Spinal Surgeons Association" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬