বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশের শিক্ষাসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত সরকারি দপ্তর

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত এবং পরিচালিত কেন্দ্রীয় দপ্তর যা দেশের সকল পর্যায়ের শিক্ষাসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে। এটি শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংযুক্ত বিভাগ হিসেবে কার্যক্রম শুরু করে। এটি বাংলাদেশে শিক্ষার উত্তর প্রাথমিক পর্যায় সংক্রান্ত সকল ধরনের তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সঙ্কলন এবং প্রচার করে থাকে।[১]

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো
Government Seal of Bangladesh.svg
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সীল
BANBEIS Bhaban.jpg
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ভবন
গঠিত১৯৭৭
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরসোনারগাঁও সড়ক, ঢাকা ১২০৫
দাপ্তরিক ভাষা
বাংলা
মালিকবাংলাদেশ সরকার
প্রধান অঙ্গ
পরিসংখ্যান বিভাগ
নথিপত্র, গ্রন্থাগার ও প্রকাশনা বিভাগ
প্রধান প্রতিষ্ঠান
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়
স্টাফ
৭৯
ওয়েবসাইটbanbeis.gov.bd

বর্ণনাসম্পাদনা

বর্তমানে ব্যানবেইসের অধিনে দুইটি বিভাগ পরিচালিত হয়ে থাকে:[২]

  • পরিসংখ্যান বিভাগ
  • নথিপত্র, গ্রন্থাগার ও প্রকাশনা বিভাগ

এছাড়াও এটি পাশাপাশি দুইটি ইউনিট পরিচালনা করে থাকে।

  • কম্পিউটার ইউনিট - একজন সিস্টেম ব্যবস্থাপক নেতৃত্বে পরিচালিত
  • প্রশাসনিক ইউনিট - একজন প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত

ব্যানবেইসের ডাটাবেসসম্পাদনা

বর্তমানে ব্যানবেইস বারোটি শ্রেণীতে তাদের ডাটাবেস প্রকাশ করে থাকে।[২]

  • মাধ্যমিক স্কুল ডাটাবেস
  • কলেজ ডাটাবেস
  • মাদ্রাসা ডাটাবেস
  • কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ডাটাবেস
  • বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ডাটাবেস
  • বেসরকারি শিক্ষকদের ডাটাবেস
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন ডাটাবেসের উপর শিক্ষক প্রশিক্ষণ
  • এবতেদায়ী মাদ্রাসা ডাটাবেস
  • পরীক্ষার ফলাফল ডাটাবেস
  • বিদেশী ছাত্রবৃত্তি ডাটাবেস

ইআইআইএনসম্পাদনা

শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর বা ইআইআইএন হলো ব্যানবেইস কর্তৃক প্রদত্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর। সাধারণত ব্যানবেইসের নিকট আবেদনের পর বৈধ বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানকে এটি দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ইআইআইএন নম্বর রয়েছে।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা"bangladesh.gov.bdঢাকা: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০১৫ 
  2. "বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিক্স"moedu.gov.bd (ইংরেজি ভাষায়)। ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০১৫ 

বহিসংযোগসম্পাদনা