বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট

বাংলাদেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়
(সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সাবেক সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ) বাংলাদেশের সিলেটে অবস্থিত দেশের চতুর্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।[]

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট
ধরনসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৮
অধিভুক্তিবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন
ঠিকানা
অস্থায়ী ক্যাম্পাস- চৌহাট্টা, সিলেট []
, ,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামসিমেবি
ওয়েবসাইটbsfmmu.edu.bdwww.smu.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা
 
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এর লোগো

বাণিজ্যিক কারণে দেশে অনেক মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। আদালতের নির্দেশের কারণে অনেক বন্ধ মেডিকেল কলেজ চালু করা হয়েছে। মেডিকেল কলেজগুলোতে চিকিৎসার মান ঠিকমত পালন করা হচ্ছে কিনা তা কঠোরভাবে মনিটরিং করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ অনুসারে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী ইতোমধ্যে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই নির্দেশ এর ৪র্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়।[][]

প্রতিষ্ঠার কারণ

সম্পাদনা

বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি প্রদান করেছেন। দেশে চিকিৎসা শাস্ত্রের মানোন্নয়নে উচ্চ শিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞান চর্চার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে সময়ের প্রয়োজনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা

সম্পাদনা

বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোগত কাজ নির্মানাধিন রয়েছে, একনেকে বিল পাস হয়ে যাওয়ার পর দৃশ্যমান হতে পারে এখন পর্যন্ত অস্থায়ী কার্যালয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হলেও আশা করা হচ্ছে দেড় বছরের মধ্যে পূর্ণাঙ্গ অবকাঠামো নিয়ে চালু হবে এ বিশ্ববিদ্যালয়। দক্ষিন সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে প্রায় ৮৩.৩১ একর নতুন জমি অধিগ্রহণ করা হয়েছে প্রতিষ্ঠানটির জন্য। ধিরে ধিরে গড়ে তোলা হচ্ছে এর সকল ভৌত অবকাঠামোগত ভবন ও অন্যান্য বিষয় সমূহ। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পুরোপুরি প্রতিষ্ঠিত হলে প্রতি বছর যে শুধুমাত্র হাজারের উপর ছাত্রছাত্রী উন্নত মানের পড়ালেখা করার সুযোগ পাবে তাই না, এতে থাকবে প্রায় এক হাজার শয্যার একটি হাসপাতাল বিভাগ।

অনুষদসমূহ

সম্পাদনা

(ক) মেডিসিন অনুষদ ;

(খ) সার্জারী অনুষদ ;

(গ) বেসিক সাইন্স ও প্যারা-ক্লিনিক্যাল সাইন্স অনুষদ ;

(ঘ) ডেন্টাল অনুষদ ;

(ঙ) নার্সিং অনুষদ ;

(চ) বায়ো-টেকনোলজি ও বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ;

(ছ) মেডিক্যাল টেকনোলজি অনুষদ ;

(জ) প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদ।।[]

উপাচার্যগণ

সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

ক্রম নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী[] ২০১৮ ২০২২
অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন[] ২০২৩ বর্তমান

অধিভুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজ

সম্পাদনা

মেডিকেল

সম্পাদনা
সরকারি
বেসরকারি

ডেন্টাল

সম্পাদনা
সরকারি
বেসরকারি

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মার্চ ২০২৩ তারিখে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
  2. "সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়"। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮ 
  3. সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে এনটিভি অনলাইন | ১৩ সেপ্টেম্বর ২০১৮,
  4. আগামীতে ক্ষমতায় এলে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে একুশে টেলিভিশন | প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | হালনাগাদ: ০১:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
  5. সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাস প্রকাশিত : ২০১৮-০৯-১৩ ২২:২০:১৩ হালনাগাদ : ২০১৮-০৯-১৪ ১৪:৫৭:১৩
  6. "সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডা. মোর্শেদ"বাংলাদেশ প্রতিদিন। ১৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১ 
  7. "নতুন উপাচার্য পেল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়"প্রথম আলো। ১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা