খুলনা-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
খুলনা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০২নং আসন।
খুলনা-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | খুলনা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← খুলনা-৩ খুলনা-৫ → |
সীমানা
সম্পাদনাখুলনা-৪ আসনটি খুলনা জেলার দিঘলিয়া উপজেলা, রূপসা উপজেলা, তেরখাদা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনা২৭ জুলাই ২০১৮ সালে মোস্তফা রশিদী সুজা মৃত্যুবরণ করেন।[৭] সেপ্টেম্বরে উপ-নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।[৮]
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোস্তফা রশিদী সুজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৯]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোল্লা জালাল উদ্দিন | ১,০৯,২১৬ | ৫০.৬ | +৮.৩ | ||
বিএনপি | শরিফ শাহ কামাল | ৯৭,৫৪৭ | ৪৫.২ | -৯.০ | ||
ইসলামী আন্দোলন | ইউনুস আহমাদ | ৮,৮৩৭ | ৪.১ | প্র/না | ||
মুসলিম লীগ | ওজির আলী মোরল | ১৭৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৬৬৯ | ৫.৪ | −৬.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,১৫,৭৭৬ | ৮৮.৯ | +৭.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এম নুরুল ইসলাম | ১,০২,৯৫৭ | ৫৪.২ | +১৫.৭ | ||
আওয়ামী লীগ | মোস্তফা রশিদী সুজা | ৮০,৩০৭ | ৪২.৩ | +২.২ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মল্লিক মহিউদ্দিন | ৬,৩৯৬ | ৩.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | নুরুন্নবি খান পল্টু | ৩০১ | ০.২ | প্র/না | ||
জাতীয় পার্টি | মল্লিক সহিদুল ইসলাম | ৭৭ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২২,৬৫০ | ১১.৯ | +১০.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৯০,০৩৮ | ৮১.০ | +২.২ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোস্তফা রশিদী সুজা | ৫৯,৫৬৬ | ৪০.১ | +৫.৩ | ||
বিএনপি | এম নুরুল ইসলাম | ৫৭,২২১ | ৩৮.৫ | +৭.৫ | ||
জামায়াতে ইসলামী | মো: আব্দুল হামিদ | ১২,৬৫৫ | ৮.৫ | প্র/না | ||
জাতীয় পার্টি | মোল্লা মমিন উদ্দিন আহমেদ | ১০,৪৮৫ | ৭.১ | -১১.১ | ||
ইসলামী ঐক্য জোট | শাখাওয়াত হোসেন | ৮,৪৪৮ | ৫.৭ | -২.৯ | ||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | এস এম মোসলেম উদ্দিন | ১৬৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৩৪৫ | ১.৬ | −২.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৮,৫৪০ | ৭৮.৮ | +২০.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোস্তফা রশিদী সুজা | ৪১,৬৯৩ | ৩৪.৮ | |||
বিএনপি | এ. খালেদ মো: জিয়া উদ্দিন | ৩৭,০৭১ | ৩১.০ | |||
জাতীয় পার্টি | কাজী আমিনুল হক | ২১,৮১৬ | ১৮.২ | |||
ইসলামী ঐক্য জোট | শাখাওয়াত হোসেন | ১০,৩১৬ | ৮.৬ | |||
বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ | সায়েদুর রহমান শেখ | ৪,৩৬২ | ৩.৬ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (আইয়ান উদ্দিন) | এস এম আমজাদ হোসেন | ১,৬৫৯ | ১.৪ | |||
স্বতন্ত্র | শহিদুল ইসলাম | ১,৪১৬ | ১.২ | |||
জাসদ (রব) | মো: ময়নুল ইসলাম | ৬১৮ | ০.৫ | |||
স্বতন্ত্র | মোক্তার হোসেন | ৩২২ | ০.৩ | |||
জাকের পার্টি | এস এম আবুল হোসেন | ২৯৮ | ০.২ | |||
বাকশাল | শেখ আব্দুস সালাম | ১১৮ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৬২২ | ৩.৯ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৯,৬৮৯ | ৫৮.৩ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "খুলনা-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "খুলনার সাংসদ মোস্তফা রশিদী সুজা আর নেই"। bangla.bdnews24.com। ২৭ জুলাই ২০১৮। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের এমপি নির্বাচিত"। bangla.bdnews24.com। খুলনা। ১৪ সেপ্টেম্বর ২০১৮। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে খুলনা-৪