দিঘলিয়া উপজেলা
দিঘলিয়া বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা।
দিঘলিয়া | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে দিঘলিয়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৫৪′৩০″ উত্তর ৮৯°৩২′১০″ পূর্ব / ২২.৯০৮৩৩° উত্তর ৮৯.৫৩৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
আয়তন | |
• মোট | ৮৬.৫২ বর্গকিমি (৩৩.৪১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬৩,২৬৫ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৬৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৭ ৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও আয়তন
সম্পাদনাভৈরব ও আতাই নদী বেষ্টিত দিঘলিয়া মুলত খুলনা বিভাগের পাদদেশে অবস্থিত একটি ব- দ্বীপ। এই উপজেলার উত্তরে যশোর জেলার অভয়নগর উপজেলা ও নড়াইল জেলার কালিয়া উপজেলা, দক্ষিণে খালিশপুর থানা ও রূপসা উপজেলা, পূর্বে তেরখাদা উপজেলা, পশ্চিমে দৌলতপুর থানা, খানজাহান আলী থানা ও যশোর জেলার অভয়নগর উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাএই উপজেলার ইউনিয়নগুলো হলো:
নদ-নদী
সম্পাদনাদিঘলিয়া উপজেলায় রয়েছে তিনটি নদী। এখানকার নদীগুলো হচ্ছে ভৈরব নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী।[২][৩]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাজনসংখ্যা ১,৫৩,৯৮৭ জন (প্রায়)। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী পুরুষ: ৭৯,২৩৬ জন (প্রায়), মহিলা: ৭৪,৭৫১ জন (প্রায়), লোক সংখ্যার ঘনত্ব ১,৪৯৮ (প্রতি বর্গ কিলোমিটারে)। মোট ভোটার সংখ্যা ৯১৩৪৬ জন, পুরুষ ভোটার সংখ্যা: ৪৫৮৬৯ জন, মহিলা ভোটার সংখ্যা ৪৫৪৭৭ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার: (-) ০.৪৩, মোট পরিবার (খানা) ৩৫,৭৭৭ টি
শিক্ষা
সম্পাদনাসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪ টি নব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩ টি উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) ১৩টি উচ্চ বিদ্যালয়(বালিকা) ০৩ টি দাখিল মাদ্রাসা ০১ টি আলিয়া মাদ্রাসা নাই ফাজিল মাদ্রাসা নাই কামিল মাদ্রাসা নাই কলেজ(সহপাঠ) ০৩ টি কলেজ(বালিকা) ০১ টি শিক্ষার হার ৫৫.৬৪% পুরুষ ৫৫.১৫% মহিলা ৫৯.১৫%।
অর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- রসিকলাল দাস ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
- অতুল সেন (? - ৫ আগস্ট, ১৯৩২) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
- কবি কৃষ্ণ চন্দ্র মুজুমদারের জন্মস্থান দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে।
- ড. মসিউর রহমান, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সচিব ছিলেন, বর্তমানে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসাবে কর্মরত আছেন।
- ওহেদা আক্তার তিনি মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস ছিলেন বর্তমান তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসাবে কর্মরত আছেন।
- মোল্লা জালাল উদ্দিন, রাজনীতিবিদ, সংসদ সদস্য
- মাওলানা মুজিবুর রহমান রহঃ মুহতামীম সেনহাটী যাকারিয়া দারুল উলুম মাদ্রাসা ৷
- আব্দুস সালাম মুর্শেদী* রাজনীতিবিদ বর্তমান সংসদ সদস্য ৷
- প্রফুল্লচন্দ্র সেন(জন্ম ১০ এপ্রিল ১৮৯৭ - ২৫ সেপ্টেম্বর ১৯৯০ ) একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন।
যোগাযোগব্যবস্থা
সম্পাদনাপাকা রাস্তা ৮৪ কি.মি.
অর্ধ পাকা রাস্তা ৩৯ কি.মি.
কাঁচা রাস্তা ১৪৭ কি.মি.
ব্রীজ/কালভার্টের সংখ্যা ৪৬ টি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দিঘলিয়া উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫।
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৯। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ
সম্পাদনাখুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |