কালিয়া উপজেলা

নড়াইল জেলার একটি উপজেলা

কালিয়া উপজেলা বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার একটি প্রশাসনিক এলাকা। কালিয়া থানা ১৮৬৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে থানা থেকে উপজেলায় রূপান্তরিত করা হয়।

কালিয়া
উপজেলা
মানচিত্রে কালিয়া উপজেলা
মানচিত্রে কালিয়া উপজেলা
স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৮৯°৩৭′৮″ পূর্ব / ২৩.০৩৬৬৭° উত্তর ৮৯.৬১৮৮৯° পূর্ব / 23.03667; 89.61889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
আয়তন
 • মোট৩১৭.৬৪ বর্গকিমি (১২২.৬৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২,০৮,০২৪
 • জনঘনত্ব৬৫০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪১.০৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৫২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৬৫ ২৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

এ উপজেলার উত্তরে লোহাগড়া উপজেলা, দক্ষিণে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাতেরখাদা উপজেলা, পূর্বে গোপালগঞ্জ সদর উপজেলাবাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা, পশ্চিমে নড়াইল সদর উপজেলা, যশোর জেলার অভয়নগর উপজেলাখুলনা জেলার ফুলতলা উপজেলা

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজনসংখ্যা (০০০) ±%
১৯৮১১৮৪—    
১৯৯১১৯৭+৭.১%
২০০১২০৮+৫.৬%
২০১১২২০+৫.৮%
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো[২]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, কালিয়া উপজেলায় ৪৮,৫৭৯ জন লোকের বসতি এবং ২২০,২০২ জন জনসংখ্যা রয়েছে, যার মধ্যে থেকে ১৬.৩% শহরাঞ্চলে বসবাসে করে থাকে।[৩] জনসংখ্যার ১০.৮% রয়েছে ৫ বছরের নিচে।[৪] সাক্ষরতার হার (৭ বছর বা তার অধিক) ছিল ৫৫.৩% এবং জাতীয় গড় অনুযায়ী শিক্ষার হার ৫১.৮%।[৩][৫]

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এই উপজেলার ইউনিয়ন সমূহ -

  1. বাবরা হাচলা ইউনিয়ন
  2. পুরুলিয়া ইউনিয়ন
  3. হামিদপুর ইউনিয়ন
  4. মাউলী ইউনিয়ন
  5. সালামাবাদ ইউনিয়ন
  6. খাশিয়াল ইউনিয়ন
  7. জয়নগর ইউনিয়ন, কালিয়া
  8. কলাবাড়ীয়া ইউনিয়ন
  9. বাঐসোনা ইউনিয়ন
  10. পহরডাঙ্গা ইউনিয়ন
  11. পেড়লী ইউনিয়ন
  12. চাঁচুড়ী ইউনিয়ন
  13. বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন এবং
  14. পাঁচগ্রাম ইউনিয়ন

ইতিহাস সম্পাদনা

প্রায় তিনশত বছর পূর্বে এ জনপদের উপর দিয়া প্রবাহিত কালীগঙ্গা বা কালীগাঙ্গ নদীর নামের প্রথমাংশ কালি এবং গঙ্গা শব্দের আ বর্ণের সমন্বয়ে কালিয়া নামকরণ হয়েছে। কালীগঙ্গা নদীর ভরাট তীরে এ জনপদ গড়ে ওঠায় এর বর্তমান নাম কালিয়া গ্রাম এবং কালিয়ার নাম অনুসারে এ উপজেলার নামকরণ হয়েছে কালিয়া উপজেলা।এ উপজেলার উত্তরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, দক্ষিণে খুলনা জেলার দিঘলিয়া ও তেরখাদা উপজেলা, পূর্বে গোপালগঞ্জ জেলা ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা এবং পশ্চিমে নড়াইল সদর উপজেলা ও যশোর জেলার অভয়নগর এবং খুলনা জেলার ফুলতলা উপজেলা অবস্থিত

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

অর্থনীতি সম্পাদনা

নদ-নদী সম্পাদনা

কালিয়া উপজেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে আঠারোবাঁকি নদী, নবগঙ্গা নদীও মধুমতি নদী, কাটাখালী নদী,[৬][৭]

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

বিবিধ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কালিয়া উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫ 
  2. "District Statistics 2011: Narail" (পিডিএফ)Bangladesh Bureau of Statistics। নভেম্বর ১৩, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৪ 
  3. "Population and Housing Census 2011: Bangladesh at a Glance" (পিডিএফ)Bangladesh Bureau of Statistics। জুলাই ২৮, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৪ 
  4. "Population Census 2011: Narail Table C-04" (পিডিএফ)Bangladesh Bureau of Statistics। জুলাই ২৯, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪ 
  5. "Population Census 2011: Narail Table C-06" (পিডিএফ)Bangladesh Bureau of Statistics। জুলাই ২৯, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪ 
  6. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯০, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  7. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১২। আইএসবিএন 984-70120-0436-4 

বহিঃসংযোগ সম্পাদনা