প্রফুল্লচন্দ্র সেন
ভারতীয় রাজনীতিবীদ
প্রফুল্লচন্দ্র সেন (জন্ম ১০ এপ্রিল ১৮৯৭ - ২৫ সেপ্টেম্বর ১৯৯০ ) একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তার জন্ম বর্তমান বাংলাদেশের খুলনা জেলার সেনহাটিতে। পিতা গোপালচন্দ্র সেন। পিতার কর্মস্থান বিহারে তার স্কুলজীবন কাটে। দেওঘরের আর কে মিত্র ইন্সটীটিউশন থেকে ম্যাট্রিক ও কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে ১৯১৮ সালে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। [১]
প্রফুল্লচন্দ্র সেন | |
---|---|
৩য় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী | |
কাজের মেয়াদ ৮ই জুলাই, ১৯৬২ –১৫ মার্চ, ১৯৬৭ | |
পূর্বসূরী | বিধানচন্দ্র রায় |
উত্তরসূরী | অজয় কুমার মুখোপাধ্যায় |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১০ এপ্রিল ১৮৯৭ |
মৃত্যু | ২৫ সেপ্টেম্বর ১৯৯০ | (বয়স ৯৩)
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
রাজনীতিসম্পাদনা
মৃত্যুসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ সেনগুপ্ত, সুবোধচন্দ্র (২০০২)। অঞ্জলি বসু, সম্পাদক। সংসদ বাঙ্গালি চরিতাভিধান। দ্বিতীয় খন্ড (চতুর্থ সংস্করণ সংস্করণ)। কলিকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৯০ পৃঃ। আইএসবিএন 8185626650।
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী বিধানচন্দ্র রায় |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১৯৬২—১৯৬৭ |
উত্তরসূরী অজয়কুমার মুখোপাধ্যায় |