খুলনা-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
খুলনা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০১নং আসন।
খুলনা-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | খুলনা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← খুলনা-২ খুলনা-৪ → |
সীমানা
সম্পাদনাখুলনা-৩ আসনটি খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড ১ থেকে ১৫ এবং দিঘলিয়া উপজেলার আঢ়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: খুলনা-৩[৭][৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মন্নুজান সুফিয়ান | ৪৫,৯৫০ | ৮৬.৯ | +৩৪.৭ | |
স্বতন্ত্র | মনিরুজ্জামান খান খোকন | ৬,৪২৪ | ১২.১ | প্র/না | |
স্বতন্ত্র | শহিদা বেগম | ৫১২ | ১.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,৫২৬ | ৭৪.৭ | +৬৩.২ | ||
ভোটার উপস্থিতি | ৫২,৮৮৬ | ২৯.৬ | -৪৮.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: খুলনা-৩[৯][১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মন্নুজান সুফিয়ান | ৭৪,৬৭৮ | ৫২.২ | +১১.৯ | ||
বিএনপি | কাজী মোঃ শাহ সেকান্দার আলী | ৫৮,১৭৭ | ৪০.৬ | -১১.৬ | ||
ইসলামী আন্দোলন | গাজী নুর আহমেদ | ৭,৪৩৫ | ৫.২ | প্র/না | ||
জাতীয় পার্টি | আব্দুল গাফফর বিশ্বাস | ২,৬৪৮ | ১.৮ | প্র/না | ||
বিকেএ | এস এম জাহাঙ্গীর মিয়া | ১৩৫ | ০.১ | প্র/না | ||
মুসলিম লীগ | শেখ জাহিদুল ইসলাম | ১০৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৫০১ | ১১.৫ | -০.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৩,১৮০ | ৭৮.৩ | +২.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: খুলনা-৩[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আশরাফ হোসেন | ৭২,২৮৫ | ৫২.২ | +২০.৩ | ||
আওয়ামী লীগ | কাজী সেকান্দার আলী | ৫৫,৭৯৭ | ৪০.৩ | +৭.১ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ মোক্তার হোসেন | ১০,৩০৫ | ৭.৪ | প্র/না | ||
জাতীয় পার্টি | শরীফ শফিকুল হামিদ চন্দন | ৯৯ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৪৮৮ | ১১.৯ | +১০.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৮,৪৮৬ | ৭৫.৭ | -২.৩ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: খুলনা-৩[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | কাজী সেকান্দর আলী | ৩৯,৩৩২ | ৩৩.২ | +০.৫ | ||
বিএনপি | আশরাফ হোসেন | ৩৭,৭৮০ | ৩১.৯ | -৮.৪ | ||
জাতীয় পার্টি | এস এম এ রব | ২৮,৬৯৩ | ২৪.২ | +৯.৪ | ||
জামায়াতে ইসলামী | মিয়া গোলাম পারওয়ার | ৭,৮৯৮ | ৬.৭ | -২.৭ | ||
ইসলামী ঐক্য জোট | মোক্তার হোসেন | ৩,৪৪৮ | ২.৯ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ দেলওয়ার হোসেন | ৪৪০ | ০.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | মুন্সী শামীম-উর-রহমান | ৩৭১ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | হাসিনা বানু শিরিন | ৩৬৫ | ০.৩ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ জুলফিকার আলী মোল্লাহ | ২২৮ | ০.২ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৫৫২ | ১.৩ | -৬.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,১৮,৫৫৫ | ৭৮.০ | +২১.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: খুলনা-৩[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আশরাফ হোসেন | ৩৮,৮৭২ | ৪০.৩ | |||
আওয়ামী লীগ | মন্নুজান সুফিয়ান | ৩১,৫০২ | ৩২.৭ | |||
জাতীয় পার্টি | এস এম এ রব | ১৪,২৪৬ | ১৪.৮ | |||
জামায়াতে ইসলামী | একেএম ইউসুফ | ৯,১০০ | ৯.৪ | |||
ইসলামী ঐক্য জোট | আলী হোসেন | ২,৩৪৩ | ২.৪ | |||
জাকের পার্টি | শেখ শাহ জামাল | ২৫৬ | ০.৩ | |||
জাসদ | শাহজাহান | ১০৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৩৭০ | ৭.৬ | ||||
ভোটার উপস্থিতি | ৯৬,৪২৪ | ৫৬.৯ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "খুলনা-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "২৫ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ"। কালের কণ্ঠ। ১ মে ২০১৮। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Khulna-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Khulna-3"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে খুলনা-৩