হাসিন বানু শিরিন

বাংলাদেশী রাজনীতিবিদ

হাসিনা বানু শিরিন (২৭ নভেম্বর ১৯৫৯ – ২৪ মে ২০১৩) জাতীয় পার্টির একজন রাজনীতিবিদ এবং খুলনা-৩ আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১][২][৩]

অধ্যাপিকা
হাসিনা বানু শিরিন
খুলনা-৩ আসনের সাবেক সাংসদ ও হুইপ
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীআশরাফ হোসেন
উত্তরসূরীআব্দুল গফফার বিশ্বাস
জাতীয় সংসদের হুইপ
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীআশরাফ হোসেন
উত্তরসূরীমিয়া মুসা হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৭ নভেম্বর ১৯৫৯
রায়েরমহল, খালিশপুর, খুলনা, পূর্ব পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২৪ মে ২০১৩
রাজনৈতিক দলজাতীয় পার্টি
সন্তানআশিক উস সালেহীন
পিতামাতামো: আব্দুল খালেক (পিতা)
শিক্ষাএমএ
ডাকনামঅগ্নিকন্যা

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

হাসিনা বানু শিরিন ২৭ নভেম্বর ১৯৫৯ খুলনা জেলার খালিশপুরের রায়েরমহলে জন্মগ্রহণ করেন। তার পিতা মো: আব্দুল খালেক।

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

জাতীয় পার্টির একজন রাজনীতিবিদ অধ্যাপিকা হাসিনা বানু শিরিন ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১][২][৪]

মৃত্যু সম্পাদনা

হাসিনা বানু শিরিন ২৪ মে ২০১৩ সালে মৃত্যু বরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "এক যুগ পরে খুলনায় হুইপ পঞ্চানন বিশ্বাস"ব্রেকিংনিউজ.কম.বিডি। ২০২০-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬ 
  3. BanglaNews24.com। "খুলনা-৩ আসনে লড়াই হবে নবীন-প্রবীণে"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬ 
  4. "Squabbles in Khulna JP"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-১০-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬