ফরিদপুর-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ফরিদপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ফরিদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১৩নং আসন।
ফরিদপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ফরিদপুর জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
বর্তমান সাংসদ | শূন্য |
সীমানা
সম্পাদনাফরিদপুর-৩ আসনটি ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে খন্দকার মোশাররফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | খন্দকার মোশাররফ হোসেন | ১,২২,০৪৭ | ৫২.৮ | +১৫.৬ | ||
স্বতন্ত্র | চৌধুরী কামাল ইবনে ইউসুফ | ৭৬,৪৭৮ | ৩৩.১ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | আলী আহসান মোহাম্মদ মুজাহিদ | ৩০,৮২১ | ১৩.৩ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | খন্দকার ওয়াহিদুজ্জামান | ১,৪৫৫ | ০.৬ | প্র/না | ||
গণফোরাম | বিশ্বজিত কুমার গঙ্গোপাধ্যায় | ৩৭৫ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৫,৫৬৯ | ১৯.৭ | −৪.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,৩১,১৭৬ | ৮৬.৪ | +৮.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | চৌধুরী কামাল ইবনে ইউসুফ | ১,১৪,৬১৮ | ৬১.৩ | +২১.৯ | |
আওয়ামী লীগ | খন্দকার মোশাররফ হোসেন | ৬৯,৫৪৪ | ৩৭.২ | +৮.৪ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সঞ্জীবন কুমার সাহা | ১,৭৩৪ | ০.৯ | প্র/না | |
স্বতন্ত্র | এম. এ. করিম | ৪০৫ | ০.২ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | আবু মো. মোখলেসুর রহমান | ২৭৮ | ০.১ | প্র/না | |
দেশ প্রেম পার্টি | মার্শাল শাহ আলম | ২৩৪ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | কাজী জয়নাল আবেদীন | ১৩০ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মো. খোরশেদুল আলম সিরাজ | ২৬ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৫,০৭৪ | ২৪.১ | +১৩.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৬,৯৬৯ | ৭৭.৫ | −৫.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | চৌধুরী কামাল ইবনে ইউসুফ | ৬০,৭৭৯ | ৩৯.৪ | -৭.৬ | |
আওয়ামী লীগ | খন্দকার মোশাররফ হোসেন | ৪৪,৫১১ | ২৮.৮ | +৩.৫ | |
জাতীয় পার্টি | ইমরান হোসেন চৌধুরী | ২৫,৫৪৭ | ১৬.৬ | +১৪.৭ | |
জামায়াতে ইসলামী | আলী আহসান মোহাম্মদ মুজাহিদ | ১২,৩৩৪ | ৮.০ | -৪.৪ | |
জাকের পার্টি | এ.এইচ.এম. নাজমুল হুদা | ১০,০৮৬ | ৬.৫ | -৪.১ | |
ইসলামী ঐক্য জোট | মো. মোতাহার হোসেন মামুন | ৫৪৪ | ০.৪ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | সৈয়দ হারুন আর রশিদ | ২৮০ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | শিকদার মাকিম উদ্দিন আহমেদ | ১৪৭ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মো. ফরিদ হোসেন সিদ্দিকী | ১০৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,২৬৮ | ১০.৫ | −১১.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৩৩৫ | ৮২.৮ | +১৭.৪ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | চৌধুরী কামাল ইবনে ইউসুফ | ৬২,৪৩২ | ৪৭.০ | |||
আওয়ামী লীগ | ইমামউদ্দিন আহমাদ | ৩৩,৬৫৩ | ২৫.৩ | |||
জামায়াতে ইসলামী | আলী আহসান মোহাম্মদ মুজাহিদ | ১৬,৫০২ | ১২.৪ | |||
জাকের পার্টি | আব্দুল মান্নান মোল্লা | ১৪,১১১ | ১০.৬ | |||
জাতীয় পার্টি | সাইফুল ইসলাম নিলু | ২,৫০৫ | ১.৯ | |||
বাংলাদেশ জনতা পার্টি | কে. এম. ওবায়দুর রহমান | ১,৮৭১ | ১.৪ | |||
জাসদ | এ. রাজ্জাক মোল্লা | ১,০২৮ | ০.৮ | |||
বাংলাদেশ ফ্রিডম লীগ | বেলায়েত হোসেন | ৬০২ | ০.৫ | |||
স্বতন্ত্র | মো. কাউসার আহম্মেদ | ১৩৪ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৭৭৯ | ২১.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩২,৮৩৮ | ৬৫.৪ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফরিদপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ফরিদপুর-৩