ময়মনসিংহ-৭

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ময়মনসিংহ-৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫২নং আসন।

ময়মনসিংহ-৭
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাময়মনসিংহ জেলা
বিভাগময়মনসিংহ বিভাগ
মোট ভোটার
  • ৩,৭৪,৯৯৬ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৯০,৫৫৭
  • নারী ভোটার: ১,৮৪,৪৩৯
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

ময়মনসিংহ-৭ আসনটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ মিজানুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ আবুল মনসুর আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৮৬ আবদুস সালাম তরফদার বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ আনিসুর রহমান জাতীয় পার্টি[]
১৯৯১ আবদুল খালেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ মাহবুব আনাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ রুহুল আমিন মাদানী বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আবদুল মতিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ রেজা আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ এম. এ. হান্নান জাতীয় পার্টি
২০১৮ রুহুল আমিন মাদানী বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ এ বি এম আনিছুজ্জামান স্বতন্ত্র

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: ময়মনসিংহ-৭[]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি এম. এ. হান্নান ৩৬,৯৬৪ ৫২.৬ প্র/না
স্বতন্ত্র রুহুল আমিন মাদানী ৩৩,৩৬৪ ৪৭.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩,৬০০ ৫.১ -৩৪.০
ভোটার উপস্থিতি ৭০,৩২৮ ২৫.৭ -৫৬.৩
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-৭[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রেজা আলী ১,৩৫,৩৭৯ ৬৮.৫ +১৭.১
বিএনপি মোঃ মাহবুবুর রহমান ৫৮,০৪০ ২৯.৪ -৬.০
ইসলামী আন্দোলন মোঃ মগফুরুর রহমান ১,৮৫৭ ০.৯ প্র/না
স্বতন্ত্র আব্দুল মালেক ফজাজী ১,৭১৪ ০.৯ প্র/না
গণফোরাম মোঃ ফজলুল করিম ৭৫৪ ০.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৭,৩৩৯ ৩৯.১ +২৩.১
ভোটার উপস্থিতি ১,৯৭,৭৪৪ ৮২.০ +১২.৬
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-৭[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আবদুল মতিন সরকার ৮২,১৫৯ ৫১.৪ +৮.৫
বিএনপি মোঃ এ খালেক ৫৬,৫৯২ ৩৫.৪ +১০.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট এম. এ. হান্নান ২০,৫৫৩ ১২.৮ প্র/না
ওয়ার্কার্স পার্টি সুজিত বর্মণ ৪৯২ ০.৩ +০.১
জাতীয় পার্টি মোঃ মোসরাফ হোসেন ১৯৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৫,৫৬৭ ১৬.০ +০.১
ভোটার উপস্থিতি ১,৫৯,৯৯০ ৬৯.৪ +৬.৫
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-৭[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রুহুল আমিন মাদানী ৪৬,৭৭২ ৪২.৯ +১১.৬
জাতীয় পার্টি এম. এ. হান্নান ২৯,৪৫৬ ২৭.০ +১২.৭
বিএনপি মোঃ এ খালেক ২৭,০৯০ ২৪.৮ -৭.১
জামায়াতে ইসলামী ফজলুল হক ৪,৯৩৭ ৪.৫ -১২.৪
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন মোঃ নুরুল ইসলাম ২৪৬ ০.২ প্র/না
ওয়ার্কার্স পার্টি সুজিত বর্মণ ২৩৪ ০.২ প্র/না
জাকের পার্টি মোঃ আবুল হোসেন ২১৬ ০.২ -০.২
স্বতন্ত্র মহবুব আনাম ১৫৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৭,৩১৬ ১৫.৯ +১৫.৩
ভোটার উপস্থিতি ১,০৯,১০৪ ৬২.৯ +১৫.২
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-৭[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোঃ এ খালেক ২৮,৩৪৯ ৩১.৯
আওয়ামী লীগ আবদুস সালাম তরফদার ২৭,৮৩৮ ৩১.৩
জামায়াতে ইসলামী ফজলুল হক ১৫,০৬০ ১৬.৯
জাতীয় পার্টি আনিসুর রহমান ১২,৭২৭ ১৪.৩
বাংলাদেশ জনতা পার্টি আনোয়ার হোসেন খান ২,১৪২ ২.৪
জাসদ মোঃ নূরুল আমিন ১,৬৩১ ১.৮
জাসদ (রব) মোঃ রজব আলী ৪৮০ ০.৫
জাকের পার্টি এ হোসেন ৩৪৭ ০.৪
ফ্রিডম পার্টি শওকত আলী ১৮০ ০.২
জনশক্তি পার্টি মোঃ ফজলুল হক ১১৫ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৫১১ ০.৬
ভোটার উপস্থিতি ৮৮,৮৬৯ ৪৭.৭
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ময়মনসিংহ-৭ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Mymensingh-7"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা