এম. এ. হান্নান (রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

এম এ হান্নান (১১ এপ্রিল ১৯৩৫-১৫ জুন ২০২১) একজন জাতীয় পার্টি (এরশাদ) এর রাজনীতিবিদ এবং ময়মনসিংহ-৭ এর সাবেক সংসদ সদস্য।

এম এ হান্নান
ময়মনসিংহ-৭ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৮
পূর্বসূরীরেজা আলী
উত্তরসূরীরুহুল আমিন মাদানী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১১ এপ্রিল ১৯৩৫
ময়মনসিংহ
মৃত্যু১৫ জুন ২০২১
রাজনৈতিক দলজাতীয় পার্টি (এরশাদ)

শৈশবকাল সম্পাদনা

হান্নান ১৯৩৫ সালের ১১ এপ্রিল ময়মনসিংহের ত্রিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। [১]

কর্মজীবন সম্পাদনা

হান্নান ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ময়মনসিংহ-৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন [২]

অভিযোগ সম্পাদনা

৩১ শে অক্টোবর, ২০১৬-তে তার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "M.A. Hannan -এম. এ. হান্নান"Amarmp (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯ 
  2. "M.A. Hannan -এম. এ. হান্নান History"Amarmp (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯ 
  3. "Formal war crimes charges brought against MP Hannan"Dhaka Tribune। ৩১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯