মাদারীপুর-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
মাদারীপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মাদারীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১৯নং আসন।
মাদারীপুর-২ | |
---|---|
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | মাদারীপুর জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনামাদারীপুর-২ আসনটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শাজাহান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আ.লীগ | শাজাহান খান | ১,৭৯,৮৮৩ | ৮৩.৩ | +৯.৪ | |
বিএনপি | হেলেন জেরিন খান | ২৮,৫৯৪ | ১৩.২ | -১১.৪ | |
ইসলামী আন্দোলন | মোঃ আবদুল মালেক | ৭,৪৯৬ | ৩.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৫১,২৮৯ | ৭০.০ | +২০.৭ | ||
ভোটার উপস্থিতি | ২,১৫,৯৭৩ | ৮০.৮ | +১৩.১ | ||
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আ.লীগ | শাজাহান খান | ১,৩৯,০৯৬ | ৭৩.৯ | +১০.৪ | |
বিএনপি | সিরাজুল ইসলাম ভূঁইয়া | ৪৬,২৩৪ | ২৪.৬ | +৭.২ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ আতিকুর রহমান হাওলাদার | ২,৪২৪ | ১.৩ | প্র/না | |
জাসদ | এ রশীদ খান বাদল | ৩২৩ | ০.২ | +০.১ | |
স্বতন্ত্র | হেলেন জেরিন খান | ১২০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯২,৮৬২ | ৪৯.৩ | +৩.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৮,১৯৭ | ৬৭.৭ | −৫.১ | ||
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আ.লীগ | শাজাহান খান | ৯২,৪৯২ | ৬৩.৫ | ||
বিএনপি | কাজী মাহবুব আহমেদ | ২৫,৩৯৭ | ১৭.৪ | ||
জাপা | গোলাম মাওলা | ১৭,০৩১ | ১১.৭ | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ আজহার উদ্দিন | ৩,১৬৫ | ২.২ | ||
স্বতন্ত্র | সৈয়দ নবাব চাঁদ | ২,৮৩১ | ১.৯ | ||
জামাত | মোঃ সোবহান খান | ২,৮০৩ | ১.৯ | ||
জাকের পার্টি | এ রব হাওলাদার | ১,৪০৪ | ১.০ | ||
জাসদ | মোঃ আবদুল হাই হাওলাদার | ২০০ | ০.১ | ||
সামাজিক গণতান্ত্রিক পার্টি | মোঃ মিজানুর রহমান মৃধা | ১৯৯ | ০.১ | ||
স্বতন্ত্র | এ সাত্তার সিপাই | ১৫৫ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৭,০৯৫ | ৪৬.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৫,৬৭৭ | ৭২.৮ | |||
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯১ সালের সাধারণ নির্বাচনে আব্দুর রাজ্জাক দুটি আসনে দাড়ান: মাদারীপুর-২ ও শরীয়তপুর-৩।[৯] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি শরীয়তপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে অন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১০] সেপ্টেম্বর ১৯৯১ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের শাজাহান খান নির্বাচিত হন।[১১]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বাকশাল | আব্দুর রাজ্জাক | ৬১,৫৩২ | ৪৬.৪ | |||
জাসদ | শাজাহান খান | ৩০,১৫৬ | ২২.৮ | |||
বাংলাদেশ জাতীয় কংগ্রেস | আবদুল মান্নান শিকদার | ১৫,৪৩৬ | ১১.৬ | |||
জাপা | সিরাজুল ইসলাম ভূঁইয়া | ৯,৮৬৯ | ৭.৪ | |||
জামাত | সামসুল হক | ৬,৩৫৫ | ৪.৮ | |||
জাকের পার্টি | মোঃ এনামুল হক | ৪,৭৪৪ | ৩.৬ | |||
বিকেএ | এইচ আনোয়ারুল হক | ২,৯৭৩ | ২.২ | |||
স্বতন্ত্র | নূরুল আমিন | ১,২৭৮ | ১.০ | |||
স্বতন্ত্র | ফেরদৌস জমাদার | ১৮৩ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,৩৭৬ | ২৩.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩২,৫২৬ | ৫০.৯ | ||||
জাপা থেকে বাকশাল অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাদারীপুর-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"। বাংলাদেশ সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে মাদারীপুর-২