মাদারীপুর-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
মাদারীপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মাদারীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১৮নং আসন।
মাদারীপুর-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | মাদারীপুর জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনামাদারীপুর-১ আসনটি মাদারীপুর জেলার শিবচর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নূর-ই-আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: মাদারীপুর-১[৬][৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | নূর-ই-আলম চৌধুরী | ১,১৯,৭৬৭ | ৭৬.৮ | +৯.৯ | |
স্বতন্ত্র | কামাল জামান মোল্লা | ২০,৪৪৩ | ১৩.১ | প্র/না | |
বিএনপি | আবদুল্লাহ মোহাম্মদ হাসান | ১১,৪১৯ | ৭.৩ | -২৫.১ | |
ইসলামী আন্দোলন | আবুল কালাম আজাদ | ২,৪৩০ | ১.৬ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ হাবিবুর রহমান | ১,৮২১ | ১.২ | প্র/না | |
স্বতন্ত্র | নাসির আহমেদ চৌধুরী | ১৩৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৯,৩২৪ | ৬৩.৭ | +২৯.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৬,০১৫ | ৮৫.৬ | +১৭.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: মাদারীপুর-১[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | নূর-ই-আলম চৌধুরী | ৯৮,৮৯৮ | ৬৬.৯ | +২.৮ | |
বিএনপি | খলিলুর রহমান চৌধুরী | ৪৭,৮৩১ | ৩২.৪ | +১.৬ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শেখ সালাহ উদ্দিন আহমেদ | ৩৫৯ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মুনির চৌধুরী | ৩৩৬ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | রেজাউল করিম তালুকদার | ৩০৪ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫১,০৬৭ | ৩৪.৬ | +১.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৭,৭২৮ | ৬৮.০ | -০.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: মাদারীপুর-১[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | নূর-ই-আলম চৌধুরী | ৬১,০১২ | ৬৪.১ | ||
বিএনপি | আবুল খায়ের চৌধুরী | ২৯,৩১২ | ৩০.৮ | ||
ইসলামী ঐক্য জোট | আজহারুল হক হাওলাদার | ২,৯০৫ | ৩.১ | ||
জামায়াতে ইসলামী | মোহাম্মদ মোশাররফ হোসেন | ১,৭২৪ | ১.৮ | ||
স্বতন্ত্র | রাজ্জাক মোল্লা | ২১৬ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,৭০০ | ৩৩.৩ | |||
ভোটার উপস্থিতি | ৯৫,১৬৯ | ৬৮.৭ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
ইলিয়াস আহমেদ চৌধুরী অফিসে মারা যান।[৯] সেপ্টেম্বর ১৯৯১ সালের উপ-নির্বাচনে, তার ছেলে নূর-ই-আলম চৌধুরী নির্বাচিত হন।[১০]
সাধারণ নির্বাচন ১৯৯১: মাদারীপুর-১[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ইলিয়াস আহমেদ চৌধুরী | ৪৭,৫৯৫ | ৪৫.৭ | ||
জাতীয় পার্টি | আবুল খায়ের চৌধুরী | ৩২,৩৩৩ | ৩১.১ | ||
বিএনপি | মজিবুর রহমান খান | ৯,৭৪৪ | ৯.৪ | ||
জাকের পার্টি | রেজা শাহজাহান | ৯,০৭৫ | ৮.৭ | ||
জামায়াতে ইসলামী | রোকন উদ্দিন খান | ২,৩২৭ | ২.২ | ||
বিকেএ | জহিরুল ইসলাম | ১,৯২৮ | ১.৯ | ||
জাসদ (রব) | রাজা মিয়া হং | ৬২৮ | ০.৬ | ||
জাসদ | মেজবাহ উদ্দিন | ৩৪৮ | ০.৩ | ||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | সামসুল হুদা তালুকদার | ৯১ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,২৬২ | ১৪.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,০৪,০৬৯ | ৪৭.১ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাদারীপুর-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ হাকিম, মুহাম্মদ এ. (আগস্ট ১৯৯৪)। "The Mirpur Parliamentary by-Election in Bangladesh"। এশিয়ান সার্ভে (ইংরেজি ভাষায়)। ৩৪ (৮): ৭৪১। জেস্টোর 2645261।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে মাদারীপুর-১