কিশোরগঞ্জ-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
কিশোরগঞ্জ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬৫নং আসন।
কিশোরগঞ্জ-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
এলাকা | অষ্টগ্রাম উপজেলা, ইটনা উপজেলা ও মিঠামইন উপজেলা |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাকিশোরগঞ্জ-৪ আসনটি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা, মিঠামইন উপজেলা ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রেজওয়ান আহাম্মদ তৌফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
এপ্রিল ২০১৩ সালে এই আসনের সংসদ সদস্য আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়। জুলাইয়ের উপ-নির্বাচনে, তা ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাড়ান ও নির্বাচিত হন।[৬]
কিশোরগঞ্জ-৪, উপনির্বাচন[৬] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | রেজওয়ান আহাম্মদ তৌফিক | ৯৯,৯৩৩ | ৬২.৮ | +৭.৬ | |
স্বতন্ত্র | সৈয়দ মহিতুল ইসলাম অশিম | ৫৯,২২৪ | ৩৭.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪০,৭০৯ | ২৫.৬ | +১৪.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৯,১৫৭ | ৫৭.৪ | -২৯.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: কিশোরগঞ্জ-৪[৭][৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আবদুল হামিদ | ১,১৫,০৯৩ | ৫৫.২ | +২২.০ | ||
বিএনপি | ফজলুর রহমান | ৯২,৪৪০ | ৪৪.৩ | +১০.৫ | ||
খেলাফত মজলিস | হেদুয়েতুল্লাহ হাদী | ১,০২৫ | ০.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২২,৬৫৩ | ১০.৯ | +১০.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,০৮,৫৫৮ | ৮৬.৬ | +১২.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: কিশোরগঞ্জ-৪[৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | ওসমান ফারুক | ৬৫,৪৪৭ | ৩৩.৮ | +১১.৩ | ||
আওয়ামী লীগ | মিজানুল হক | ৬৪,২৩২ | ৩৩.২ | -৪.০ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মুজিবুল হক | ৬২,৫৩৩ | ৩২.৩ | প্র/না | ||
কেএসজেএল | ফজলুর রহমান | ৬৮৬ | ০.৪ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | এনামুল হক | ৬১১ | ০.৩ | প্র/না | ||
জাতীয় পার্টি | আনোয়ারা খান চৌধুরী | ১৬২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,২১৫ | ০.৬ | -০.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৩,৬৭১ | ৭৪.৬ | +২.৭ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কিশোরগঞ্জ-৪[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মিজানুল হক | ৫২,২২০ | ৩৭.২ | -৫.৩ | |
জাতীয় পার্টি | মুজিবুল হক | ৫০,৩৯৩ | ৩৫.৯ | +১৯.২ | |
বিএনপি | কবির উদ্দিন আহমেদ | ৩১,৫৮৮ | ২২.৫ | -১৪.৪ | |
জামায়াতে ইসলামী | মো: আব্দুল হাই | ৫,৬৪৯ | ৪.০ | প্র/না | |
স্বতন্ত্র | অসিত কুমার সরকার | ২৫৬ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | জিন্নাতুল ইসলাম | ২০৮ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৮২৭ | ১.৩ | -৪.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৪০,৩১৪ | ৭১.৯ | +২২.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: কিশোরগঞ্জ-৪[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মিজানুল হক | ৪৫,৬০৮ | ৪২.৫ | ||
বিএনপি | কবির উদ্দিন আহমেদ | ৩৯,৫৫৪ | ৩৬.৯ | ||
জাতীয় পার্টি | মুজিবুল হক | ১৭,৯৫২ | ১৬.৭ | ||
স্বতন্ত্র | আসাদুল হক | ৩,২৬২ | ৩.০ | ||
জাকের পার্টি | আ: লতিফ খন্দকার | ৪৮২ | ০.৫ | ||
কমিউনিস্ট পার্টি | মো: আমিরুল ইসলাম | ৪৪৬ | ০.৪ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,০৫৪ | ৫.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,০৭,৩০৪ | ৪৯.৪ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কিশোরগঞ্জ-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ "রেজওয়ান আহাম্মদের শপথগ্রহণ"। www.banglanews24.com। ৮ জুলাই ২০১৩। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে কিশোরগঞ্জ-৪