ইটনা উপজেলা
ইটনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি বৃহৎ উপজেলা।
ইটনা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে ইটনা উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৩১′৪৩″ উত্তর ৯১°৫′১″ পূর্ব / ২৪.৫২৮৬১° উত্তর ৯১.০৮৩৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ৫০৩.৪০ বর্গকিমি (১৯৪.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[১]) | |
• মোট | ১,৪৮,০৪০ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৬০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২৩৯০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ৩৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাপ্রশাসন ইটনা থানা গঠিত হয় ১৯১৭ সালে। এটি উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৩ সালে।
অবস্থান ও আয়তন
সম্পাদনাইটনা উপজেলাটির আয়তন ৫০৩ বর্গ কিলোমিটার। ইটনা উপজেলার উত্তরে নেত্রকোণা জেলার মদন উপজেলা ও খালিয়াজুড়ি উপজেলা, দক্ষিণে মিঠামইন উপজেলা ও করিমগঞ্জ উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা, পশ্চিমে তাড়াইল উপজেলা ও করিমগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাএই উপজেলার ইউনিয়ন সমূহ -[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাজনসংখ্যাঃ ১৩২,৯৪৮; পুরুষ ৫২.১৪%, মহিলা ৪৭.৮৬%; মুসলিম ৮০%, হিন্দু ১৮%, বৌদ্ধ০.১২%, খ্রীষ্টান০.১২%; অন্যান্য ১.৭৬%।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার জন্য রয়েছে স্কুল, কলেজ। প্রায় ৬৫% মানুষ শিক্ষিত।[১]
কলেজ ১টি, উচ্চ বিদ্যালয় ৮টি, মাদ্রাসা ২১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৪টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০টি।
গড় সাক্ষরতা ২১.৫%; পুরুষ ২২.১%, মহিলা ২০.৭%।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- সিরাজুল ইসলাম (বীর বিক্রম)
- Rejwan Ahmed toufiq(Mp)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ইটনা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "ইউনিয়ন সমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |