রায়টুটি ইউনিয়ন
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার একটি ইউনিয়ন
রায়টুটি ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
রায়টুটি | |
---|---|
ইউনিয়ন | |
রায়টুটি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রায়টুটি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩১′৪৩″ উত্তর ৯১°৫′১″ পূর্ব / ২৪.৫২৮৬১° উত্তর ৯১.০৮৩৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | ইটনা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
ইউনিয়ন সম্পর্কে
এক নজরে রায়টুটী ইউনিয়ন | ||
ইউনিয়নের নাম | ০১ নং রায়টুটী ইউনিয়ন পরিষদ | |
আয়াতন | ১৪.৫০ বর্গ কিলোমিটার | |
সর্বমোট জনসংখ্যা | ২৫,৯৪৩ জন প্রায়।( ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) | |
গ্রামের সংখ্যা | ২৩ টি | |
১. আড়ালিয়া, ২. ধারা, ৩. তেলজান, ৪. পাইকরতলা, ০৫. গন্ধর্বপুর, ৬. শান্তিপুর, ৭. গুচ্ছুগ্রাম, ৮. কান্দাপাড়া, ৯. উত্তর রায়টুটী, ১০. দক্ষিন রায়টুটী, ১১. পচাঁশিয়া, ১২. বড়ভিটা, ১৩. বর্নিরপাড়, ১৪. গোয়ারা, ১৫. পাথারকান্দি, ১৬. পংধুলন, ১৭. হরিপুর, ১৮. গল্লী, ১৯. রাজী, ২০. ইসলামপুর, ২১. কানলা, ২২. সোয়াইর, ২৩. কারিয়াল। | ||
খানার সংখ্যা | ৫,৮৪১ টি | |
গ্রাম ভিত্তিক খানার সংখ্যা | ||
মৌজার সংখ্যা | ১৭ টি | |
১. বিক্রমপুর, ২. আড়ালিয়া, ৩. ধারা, ৪. পাইকরতলা, ৫. গন্ধর্বপুর, ৬. হাজলারকান্দা, ৭. রায়টুটী, ৮. পচাঁশিয়া, ৯. গোয়ারা, ১০. পাথারকান্দি, ১১. পংধুলন, ১২. হরিপুর, ১৩. গল্লী, ১৪. রাজী, ১৫. কানলা, ১৬. সোয়াইর, ১৭. কমরপুর। | ||
হাট/ বাজার | ৪ টি | |
১. রায়টুটী বাজার, ২. রাজী বাজার, ৩. ইসলামপুর বাজার, ৪. ধারা বাজার। | ||
ধর্মীয় প্রতিষ্ঠান | মসজিদ | ৩০ টি |
মন্দির | ৫ টি | |
কবরস্থান | ১০ টি | |
শ্মশান | ৩ টি | |
ঈদগাহ | ১৩ টি | |
শিক্ষা প্রতিষ্ঠান | উচ্চ বিদ্যালয় | ১ টি |
নিন্ম মাধ্যমিক বিদ্যালয় | ১ টি | |
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১৩ টি | |
মাদ্রাসা | ৪ টি | |
কিন্ডার গার্টেন স্কুল | ১ টি | |
স্বাস্থ্য | ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র | ১ টি |
কমিউনিটি ক্লিনিক | ৪ টি | |
ভূমি | ইউনিয়ন ভূমি অফিস | ১ টি |
শিক্ষার হার | ৪৫% ২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী | |
উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম | সিএনজি,নৌকা |
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান
এনামুল হক খান মিল্কী(বাবু)
চেয়ারম্যানগণের তালিকা
তথ্যসূত্র
- ↑ "রায়টুটি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১১।
বহিঃসংযোগ
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |