করিমগঞ্জ উপজেলা

কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা

করিমগঞ্জ উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

করিমগঞ্জ
উপজেলা
মানচিত্রে করিমগঞ্জ উপজেলা
মানচিত্রে করিমগঞ্জ উপজেলা
স্থানাঙ্ক: ২৪°২৭′১৭″ উত্তর ৯০°৫২′৫৩″ পূর্ব / ২৪.৪৫৪৭২° উত্তর ৯০.৮৮১৩৯° পূর্ব / 24.45472; 90.88139 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
আয়তন
 • মোট২০০.৫২ বর্গকিমি (৭৭.৪২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট২,৫১,৮২০
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৪৮ ৪২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

কিশোরগঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। করিমগঞ্জ উপজেলার উত্তরে তাড়াইল উপজেলা, দক্ষিণে নিকলী উপজেলাকটিয়াদি উপজেলা, পূর্বে ইটনা উপজেলামিঠামইন উপজেলা, পশ্চিমে কিশোরগঞ্জ সদর উপজেলা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

বর্তমানের করিমগঞ্জ উপজেলাটি একটি থানা, যা ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি উপজেলা পরিষদ ও ১১ টি ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়নসমূহ -

  1. কাদিরজঙ্গল ইউনিয়ন
  2. গুজাদিয়া ইউনিয়ন
  3. কিরাটন ইউনিয়ন
  4. বারঘরিয়া ইউনিয়ন
  5. নিয়ামতপুর ইউনিয়ন
  6. দেহুন্দা ইউনিয়ন
  7. সুতারপাড়া ইউনিয়ন
  8. গুনধর ইউনিয়ন
  9. জয়কা ইউনিয়ন
  10. জাফরাবাদ ইউনিয়ন
  11. নোয়াবাদ ইউনিয়ন

ইতিহাস

সম্পাদনা

ঐতিহাসিকভাবে করিমগঞ্জের জঙ্গলবাড়ি নামটি রয়েছে। এটি ছিল বাংলার বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এখানে রয়েছে একটি প্রাসাদ, একটি শাহী মসজিদ ও একটি দুর্গ (যা ঈশা খাঁর দুর্গ নামে পরিচিত)। প্রশাসন করিমগঞ্জ থানা গঠিত হয় ১৯০৯ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

শিক্ষা

সম্পাদনা

ইন্সটিটিউট

সরকারি ক‌লেজ

  • ক‌রিমগঞ্জ সরকারি মহা‌বিদ্যালয়

বেসরকারি কলেজ

  • ন্যমতপুর স্কুল এন্ড কলেজ
  • হাজী আব্দুলবারি মাস্টার মহাবিদ্যালয়
  • পৌর মডেল কলেজ

মাধ্যমিক শিক্ষা প্র‌তিষ্ঠান

  • কান্দাইল উচ্চ বিদ্যালয় (১৯৭০)
  • নানশ্রী উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠাকাল -১৯৪৩)
  • দেহুন্দা উচ্চ বিদ্যালয় (১৯৭০)
  • গুজা‌দিয়া আব্দুল হে‌কিম মাধ্য‌মিক বিদ্যালয় (প্র‌তিষ্ঠাকাল ১৯৫০)
  • শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নি‌কেতন (প্র‌তিষ্ঠাকাল ২০০৬)
  • ক‌রিমগঞ্জ ব‌য়েজ এন্ড গার্লস স্কুল (১৯৫২)
  • জাফরাবাদ উচ্চ বিদ্যালয়
  • জংগলবাড়ি উচ্চ বিদ্যালয়
  • ন্যায়ামতপুর স্কুল এন্ড কলেজ (প্রতিষ্ঠাকাল ১৯৫২)
  • আশু‌তিয়াপাড়া উচ্চ বিদ্যালয়
  • বালিয়া উচ্চ বিদ্যালয় (১৯৬৯)
  • চাতল এস.সি উচ্চ বিদ্যালয় (প্র‌তিষ্ঠাকাল জুনিয়র স্কুল হিসেবে ১৯৩৯)
  • গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয় (স্থাপিত:১৯৯৪)
  • উরদিঘী উচ্চ বিদ্যালয় (স্থাপিত: ১৯৯৫)
  • উরদিঘী দাখিল মাদ্রাসা
  • কিরাটন ইসলামি ফাজিল মাদ্রাসা
  • করিমগঞ্জ সোবহানিয়া ফাজিল মাদ্রাসা
  • গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  • পিটুয়া অাদর্শ উচ্চ বিদ্যালয়
  • ভাটিয়া উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠিত ১৯৯৩)

অর্থনীতি

সম্পাদনা

করিমগঞ্জের প্রধান অর্থনীতি হলো কৃষি ও মৎস্য।

চিত্রশালা

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে করিমগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা