করিমগঞ্জ উপজেলা
করিমগঞ্জ উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
করিমগঞ্জ | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে করিমগঞ্জ উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°২৭′১৭″ উত্তর ৯০°৫২′৫৩″ পূর্ব / ২৪.৪৫৪৭২° উত্তর ৯০.৮৮১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২০০.৫২ বর্গকিমি (৭৭.৪২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৫১,৮২০ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ৪২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাকিশোরগঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। করিমগঞ্জ উপজেলার উত্তরে তাড়াইল উপজেলা, দক্ষিণে নিকলী উপজেলা ও কটিয়াদি উপজেলা, পূর্বে ইটনা উপজেলা ও মিঠামইন উপজেলা, পশ্চিমে কিশোরগঞ্জ সদর উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাবর্তমানের করিমগঞ্জ উপজেলাটি একটি থানা, যা ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি উপজেলা পরিষদ ও ১১ টি ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়নসমূহ -
ইতিহাস
সম্পাদনাঐতিহাসিকভাবে করিমগঞ্জের জঙ্গলবাড়ি নামটি রয়েছে। এটি ছিল বাংলার বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এখানে রয়েছে একটি প্রাসাদ, একটি শাহী মসজিদ ও একটি দুর্গ (যা ঈশা খাঁর দুর্গ নামে পরিচিত)। প্রশাসন করিমগঞ্জ থানা গঠিত হয় ১৯০৯ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
শিক্ষা
সম্পাদনাইন্সটিটিউট
সরকারি কলেজ
- করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়
বেসরকারি কলেজ
- ন্যমতপুর স্কুল এন্ড কলেজ
- হাজী আব্দুলবারি মাস্টার মহাবিদ্যালয়
- পৌর মডেল কলেজ
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান
- কান্দাইল উচ্চ বিদ্যালয় (১৯৭০)
- নানশ্রী উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠাকাল -১৯৪৩)
- দেহুন্দা উচ্চ বিদ্যালয় (১৯৭০)
- গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয় (প্রতিষ্ঠাকাল ১৯৫০)
- শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন (প্রতিষ্ঠাকাল ২০০৬)
- করিমগঞ্জ বয়েজ এন্ড গার্লস স্কুল (১৯৫২)
- জাফরাবাদ উচ্চ বিদ্যালয়
- জংগলবাড়ি উচ্চ বিদ্যালয়
- ন্যায়ামতপুর স্কুল এন্ড কলেজ (প্রতিষ্ঠাকাল ১৯৫২)
- আশুতিয়াপাড়া উচ্চ বিদ্যালয়
- বালিয়া উচ্চ বিদ্যালয় (১৯৬৯)
- চাতল এস.সি উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠাকাল জুনিয়র স্কুল হিসেবে ১৯৩৯)
- গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয় (স্থাপিত:১৯৯৪)
- উরদিঘী উচ্চ বিদ্যালয় (স্থাপিত: ১৯৯৫)
- উরদিঘী দাখিল মাদ্রাসা
- কিরাটন ইসলামি ফাজিল মাদ্রাসা
- করিমগঞ্জ সোবহানিয়া ফাজিল মাদ্রাসা
- গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- পিটুয়া অাদর্শ উচ্চ বিদ্যালয়
- ভাটিয়া উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠিত ১৯৯৩)
অর্থনীতি
সম্পাদনাকরিমগঞ্জের প্রধান অর্থনীতি হলো কৃষি ও মৎস্য।
চিত্রশালা
সম্পাদনা-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গের মসজিদ
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গের অভ্যন্তরভাগ
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গের অভ্যন্তরভাগ।
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গের বিজ্ঞপ্তিসংক্রান্ত সাইনবোর্ড
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি শাখা ডাকঘর
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গের মসজিদ
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গের অভ্যন্তরভাগ।
-
ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গের অভ্যন্তরভাগ।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- কর্নেল এটিএম হায়দার - বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- ক্যাপ্টেন সিতারা বেগম - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা।
- ইলিয়াস কাঞ্চন:একুশে পদক প্রাপ্ত ব্যক্তি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা।
- শিরীন শারমিন চৌধুরী: বাংলাদেশী রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম মহিলা প্সীকার।
- ওসমান গণি: বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও বৈজ্ঞানিক।
- ওসমান ফারুক: রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী।
- মিজানুল হক: রাজনীতিবিদ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে করিমগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |