নিকলী উপজেলা

কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা

নিকলী উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। নিকলীতে অবস্থিত নিকলী হাওর দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। বর্ষাকালে হাওরে পানি আসলে সারাদেশ থেকে পর্যটকরা হাওর ভ্রমণে আসেন।

নিকলী
উপজেলা
Nikli
নিকলী ঢাকা বিভাগ-এ অবস্থিত
নিকলী
নিকলী
নিকলী বাংলাদেশ-এ অবস্থিত
নিকলী
নিকলী
বাংলাদেশে নিকলী উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৯′৮″ উত্তর ৯০°৫৬′১৪″ পূর্ব / ২৪.৩১৮৮৯° উত্তর ৯০.৯৩৭২২° পূর্ব / 24.31889; 90.93722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
সরকার
 • উপজেলা চেয়ারম্যানএ.এম. রুহুল কুদ্দুস ভূঞা
আয়তন
 • মোট২১৪ বর্গকিমি (৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,৩০,৩৭৯
 • জনঘনত্ব৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৪৮ ৭৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

এর আয়তন ২১৪.৪০ বর্গ কিলোমিটার যার উত্তরে করিমগঞ্জ উপজেলামিঠামইন উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা, পূর্বে মিঠামইন উপজেলাঅষ্টগ্রাম উপজেলা, পশ্চিমে কটিয়াদি উপজেলাকরিমগঞ্জ উপজেলা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

মোট ইউনিয়ন ৭ টি।

  1. নিকলী ইউনিয়ন
  2. দামপাড়া ইউনিয়ন
  3. কারপাশা ইউনিয়ন
  4. সিংপুর ইউনিয়ন
  5. জারইতলা ইউনিয়ন
  6. গুরুই ইউনিয়ন
  7. ছাতিরচর ইউনিয়ন

উপজেলা পরিষদ ও প্রশাসন সম্পাদনা

ক্রম নং. পদবী নাম
০১ চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ
০২ উপজেলা চেয়ারম্যান এ.এম. রুহুল কুদ্দুস ভূঞা
০৩ ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ
০৪ মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার
০৫
০৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাকিলা পারভীন

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নিকলী"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা