লক্ষ্মীপুর-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
লক্ষ্মীপুর-৪ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি লক্ষ্মীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৭নং আসন।
লক্ষ্মীপুর-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনালক্ষ্মীপুর-৪ আসনটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
নির্বাচিত সাংসদরা
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ আবদুল্লাহ | ১,০৫,৫৮৫ | ৯২.৩ | +৫৯.৬ | ||
স্বতন্ত্র | আজাদ উদ্দিন চৌধুরী | ৭,৮২৮ | ৬.৮ | প্র/না | ||
স্বতন্ত্র | এ কে এম শরীফ উদ্দিন | ৭৭৬ | ০.৭ | প্র/না | ||
জাতীয় পার্টি | মোঃ বেলাল হোসেন | ২৩৪ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯৭,৭৫৭ | ৮৫.৪ | +৭৯.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,১৪,৪১৯ | ৪২.৯ | −৩৪.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | এ বি এম আশরাফ উদ্দিন | ৬৮,৫৪৯ | ৩৮.৩ | +২.৭ | |
আওয়ামী লীগ | আব্দুর রব চৌধুরী | ৫৮,৪২৭ | ৩২.৭ | +২.৯ | |
বিকল্পধারা | আব্দুল মান্নান | ২৭,৭১৩ | ১৫.৫ | প্র/না | |
জাসদ (রব) | আ স ম আবদুর রব | ২১,৮৯৪ | ১২.২ | প্র/না | |
ইসলামী আন্দোলন | খালেদ সাইফুল্লাহ | ১,৫০৭ | ০.৮ | প্র/না | |
বিজেপি | আবদুর রাজ্জাক চৌধুরী | ৬৭৭ | ০.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১০,১২২ | ৫.৭ | +৩.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৮,৭৬৭ | ৭৭.৪ | +২৩.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এ বি এম আশরাফ উদ্দিন | ৪৫,৯৭৭ | ৩৫.৬ | -১.০ | ||
জাসদ | আ স ম আবদুর রব | ৪৩,৪৫৩ | ৩৩.৭ | প্র/না | ||
আওয়ামী লীগ | আব্দুর রব চৌধুরী | ৩৮,৪৬৪ | ২৯.৮ | +১৫.৭ | ||
স্বতন্ত্র | মোঃ আবুল কালাম | ৪০৭ | ০.৩ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | আবদুল হাদি | ৩৫১ | ০.৩ | -০.১ | ||
স্বতন্ত্র | আজাদ উদ্দিন চৌধুরী | ১৯৯ | ০.২ | প্র/না | ||
জাতীয় পার্টি | আবদুর রাজ্জাক চৌধুরী | ১৩২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৫২৪ | ২.০ | −০.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,২৮,৯৮৩ | ৫৩.৮ | −৭.৯ | |||
জাসদ (রব) থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাসদ (রব) | আ স ম আবদুর রব | ৩৭,২৮২ | ৩৮.৯ | +৬.১ | ||
বিএনপি | আব্দুর রব চৌধুরী | ৩৫,০৩১ | ৩৬.৬ | +৩.৫ | ||
আওয়ামী লীগ | আব্দুল ওয়াহেদ | ১৩,৪৬৫ | ১৪.১ | -০.১ | ||
জামায়াতে ইসলামী | রেদোয়ান উল্লাহ শহীদী | ৮,৫৭৫ | ৯.০ | -৭.৫ | ||
ইসলামী ঐক্য জোট | মুফতি মোঃ ইদ্রিস | ৫৭৭ | ০.৬ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | আবদুল হাদি | ৪১৪ | ০.৪ | প্র/না | ||
জাকের পার্টি | আব্দুল মতিন ফারুকী | ৪০৬ | ০.৪ | -১.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,২৫১ | ২.৪ | +২.১ | |||
ভোটার উপস্থিতি | ৯৫,৭৫০ | ৬১.৭ | +২১.২ | |||
বিএনপি থেকে জাসদ (রব) অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুর রব চৌধুরী | ২৫,৮৮৪ | ৩৩.১ | |||
জাসদ (রব) | আ স ম আবদুর রব | ২৫,৬৩১ | ৩২.৮ | |||
জামায়াতে ইসলামী | রেদোয়ান উল্লাহ শহীদী | ১২,৮৯৪ | ১৬.৫ | |||
আওয়ামী লীগ | এম সিরাজুল ইসলাম | ১১,০৬৯ | ১৪.২ | |||
জাকের পার্টি | আবুল খায়ের | ১,০৮৩ | ১.৪ | |||
বাংলাদেশ মুসলিম লীগ | মোঃ জমির আলী | ১,০৬৭ | ১.৪ | |||
জাসদ (সিরাজ) | আবদুর রাজ্জাক চৌধুরী | ২০৯ | ০.৩ | |||
বাকশাল | হারুনুর রশিদ | ১৯০ | ০.২ | |||
স্বতন্ত্র | এ বি এম হামিদ উদ্দিন ফেরদৌস | ১৮৯ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫৩ | ০.৩ | ||||
ভোটার উপস্থিতি | ৭৮,২১৬ | ৪০.৫ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লক্ষ্মীপুর-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Lakshmipur-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Lakshmipur-4"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে লক্ষ্মীপুর-৪