ঢাকা-৮
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ঢাকা-৮ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮১নং আসন। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শান্তিবাগ থানা নিয়ে এ আসন গঠিত। এটিকে ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়।
ঢাকা-৮ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← ঢাকা-৭ ঢাকা-৯ → |
কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গভবন,সচিবালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই আসনেই অবস্থিত ।
সীমানা
সম্পাদনাঢাকা-৮ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রাশেদ খান মেনন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মহিউদ্দিন খান আলমগীর | ৯৭,৮৪১ | ৫৯.৬ | +৫৯.৫ | ||
বিএনপি | হাবিব-উন নবী খান সোহেল | ৬৩,৮৬০ | ৩৮.৯ | -৯.৩ | ||
ইসলামী আন্দোলন | একেএম আরফান খান | ৮৪০ | ০.৫ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম | ৬৮৮ | ০.৪ | প্র/না | ||
বিকেএ | মজিবুর রহমান হামিদী | ২৯৪ | ০.২ | +০.৪ | ||
বাসদ | মো. রাজেকুজ্জামান | ২২৯ | ০.২ | প্র/না | ||
বিকল্পধারা | মো. শফিকুল ইসলাম | ১৯৫ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মিসেস নাসরিন আনোয়ার | ৮৯ | ০.১ | প্র/না | ||
গণফ্রন্ট | নুর আলম বিখ্যাত | ৬১ | ০.০ | প্র/না | ||
বিজেপি | কাজী মোমিনুল হক | ৬০ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | আব্দুল বারী | ৪৫ | ০.০ | প্র/না | ||
জাসদ (রব) | মো. আসাদুজ্জামান | ২৮ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৯৮১ | ২০.৭ | +২০.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৪,২৩০ | ৭৩.১ | +৮.৬ | |||
বিএনপি থেকে ওয়ার্কার্স পার্টি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | নাসিরুদ্দিন আহমেদ পিন্টু | ৮৯,৭৮৯ | ৪৮.২ | +১১.০ | ||
আওয়ামী লীগ | হাজী মোহাম্মদ সেলিম | ৮৮,৬৯৭ | ৪৭.৬ | -১.৮ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সাইফুদ্দিন আহমেদ | ৫,৪০৩ | ২.৯ | প্র/না | ||
বিকেএ | কারী শাহ আহমাদুল্লাহ | ১,২০১ | ০.৬ | প্র/না | ||
স্বতন্ত্র | ফিরোজ খান | ৫৬০ | ০.৩ | প্র/না | ||
ওয়ার্কার্স পার্টি | কামরুল হাসান হৃদয় | ২০৫ | ০.১ | প্র/না | ||
জাসদ | মো. আব্দুল খালেক | ১০৫ | ০.১ | প্র/না | ||
জাতীয় পার্টি | হান্নান চৌধুরী | ৯১ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মাহবুবুর রহমান ফয়সাল | ৫২ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. জাহাঙ্গীর আলম মাসুদ | ৫১ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. মফিজুল ইসলাম | ২৭ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৯২ | ০.৬ | −১১.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৬,১৮১ | ৬৪.৫ | −৫.৩ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | হাজী মোহাম্মদ সেলিম | ৭৭,৬৪২ | ৪৯.৪ | +১৩.৫ | ||
বিএনপি | আবুল হাসনাত | ৫৮,৩৬৭ | ৩৭.২ | -১৯.০ | ||
জাতীয় পার্টি | সাইফুদ্দিন আহমেদ | ১৪,০২২ | ৮.৯ | +৭.৪ | ||
জামায়াতে ইসলামী | সাব্বির আহমেদ | ৩,৪৮৬ | ২.২ | -০.২ | ||
ইসলামী ঐক্য জোট | জামাল নাসের চৌধুরী | ১,৮৭৮ | ১.২ | প্র/না | ||
জাকের পার্টি | জাকির হোসেন খান | ৮১২ | ০.৫ | -০.৩ | ||
জাসদ (রব) | শেখ রশিদ মাহমুদ | ৫০৮ | ০.৩ | প্র/না | ||
ন্যাপ | এ. এইচ. শাহাব উদ্দিন | ৩৫২ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | মো. রাশিদুল ইসলাম | ৩৯ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,২৭৫ | ১২.৩ | −৮.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৭,১০৬ | ৬৯.৮ | +২২.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মীর শওকত আলী | ৫৩,৬৫১ | ৫৬.২ | |||
আওয়ামী লীগ | মোস্তফা জালাল মহিউদ্দিন | ৩৪,২৮৫ | ৩৫.৯ | |||
জামায়াতে ইসলামী | সাব্বির আহমেদ | ২,৩১৮ | ২.৪ | |||
বিকেএ | আহমদুল্লাহ আশরাফ | ১,৪৪৭ | ১.৫ | |||
জাতীয় পার্টি | গুলজার হোসেন | ১,৩৯৮ | ১.৫ | |||
জাকের পার্টি | আমানুল্লাহ আজিম | ৭৮৬ | ০.৮ | |||
জাতীয় তরুণ সংঘ | মো. ফজলুল হক | ৪১৭ | ০.৪ | |||
জাসদ | আবুল হাসিব খান | ৩৮৪ | ০.৪ | |||
Ideal Party | সৈয়দ কামাল যায়িদী | ২৫১ | ০.৩ | |||
বাংলাদেশ বেকার সমাজ | মো. হাসান | ১৪৭ | ০.২ | |||
বাংলাদেশ মানবতাবাদী দল | বি. এইচ. রানা | ১২২ | ০.১ | |||
স্বতন্ত্র | এ. রশিদ | ১১২ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ ) | এসকে. আব্দুল মালেক | ৭৮ | ০.১ | |||
জাসদ (রব) | হুমায়ূন কবির হিরু | ৭০ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৩৬৬ | ২০.৩ | ||||
ভোটার উপস্থিতি | ৯৫,৪৬৬ | ৪৭.৫ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-৮ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ঢাকা-৮