কে এম শামসুল হুদা

বাংলাদেশী রাজনীতিবিদ

অধ্যাপক কে এম শামসুল হুদা (আনু. ১৯৩৫-১৫ ডিসেম্বর ২০১০) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, পূর্ব পাকিস্তানের গণপরিষদের সদস্য ও অবিভক্ত ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য[]

অধ্যাপক
কে এম শামসুল হুদা
অবিভক্ত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
পূর্বসূরীশুরু স্বাধীনতা লাভ
উত্তরসূরীআব্দুল হাই
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৩৫
মুন্সীগঞ্জ জেলা
মৃত্যু১৫ ডিসেম্বর ২০১০
সিটি হাসপাতাল, ঢাকা
সমাধিস্থলমিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কশামছুদ্দিন চৌধুরী মানিক (শ্যালক)
সন্তান২ মেয়ে, ১ ছেলে

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

এম শামসুল হুদা আনু. ১৯৩৫ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

বিবাহিত জীবনে তার দুই মেয়ে ও এক ছেলে। মেয়ে জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। মেয়ে ফাজরিন হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম বিভাগের অধ্যাপক এবং ছেলে মুসাইড আমিরুল হুদা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে কর্মরত।[]

তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বোনজামাই।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

অধ্যাপক কে এম শামসুল হুদা শিক্ষাবিদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৭০ সালে তিনি গণপরিষদ সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি ২ নম্বর সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন।[]

তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে অবিভক্ত ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] ১৯৭৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

শামসুল হুদা ১৫ ডিসেম্বর ২০১০ সালে ঢাকার সিটি হাসপাতালে মৃতবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "অধ্যাপক শামসুল হুদার ইন্তেকাল"munshigonj24.com। ১৬ ডিসেম্বর ২০১০। ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০ 
  3. "শোক, অধ্যাপক কে এম শামসুল হুদা"দৈনিক প্রথম আলো। ১৬ ডিসেম্বর ২০১০। ২৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০