কে এম শামসুল হুদা
অধ্যাপক কে এম শামসুল হুদা (আনু. ১৯৩৫-১৫ ডিসেম্বর ২০১০) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, পূর্ব পাকিস্তানের গণপরিষদের সদস্য ও অবিভক্ত ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
অধ্যাপক কে এম শামসুল হুদা | |
---|---|
অবিভক্ত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৫ | |
পূর্বসূরী | শুরু স্বাধীনতা লাভ |
উত্তরসূরী | আব্দুল হাই |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৩৫ মুন্সীগঞ্জ জেলা |
মৃত্যু | ১৫ ডিসেম্বর ২০১০ সিটি হাসপাতাল, ঢাকা |
সমাধিস্থল | মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সম্পর্ক | শামছুদ্দিন চৌধুরী মানিক (শ্যালক) |
সন্তান | ২ মেয়ে, ১ ছেলে |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাএম শামসুল হুদা আনু. ১৯৩৫ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।
বিবাহিত জীবনে তার দুই মেয়ে ও এক ছেলে। মেয়ে জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। মেয়ে ফাজরিন হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম বিভাগের অধ্যাপক এবং ছেলে মুসাইড আমিরুল হুদা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে কর্মরত।[২]
তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বোনজামাই।
রাজনৈতিক জীবন
সম্পাদনাঅধ্যাপক কে এম শামসুল হুদা শিক্ষাবিদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৭০ সালে তিনি গণপরিষদ সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি ২ নম্বর সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন।[২]
তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে অবিভক্ত ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ১৯৭৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।[২]
মৃত্যু
সম্পাদনাশামসুল হুদা ১৫ ডিসেম্বর ২০১০ সালে ঢাকার সিটি হাসপাতালে মৃতবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ "অধ্যাপক শামসুল হুদার ইন্তেকাল"। munshigonj24.com। ১৬ ডিসেম্বর ২০১০। ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০।
- ↑ "শোক, অধ্যাপক কে এম শামসুল হুদা"। দৈনিক প্রথম আলো। ১৬ ডিসেম্বর ২০১০। ২৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০।