বরিশাল-৪

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

বরিশাল-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২২নং আসন।

বরিশাল-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবরিশাল জেলা
বিভাগবরিশাল বিভাগ
মোট ভোটার
  • ৩,৯৩,২২৭ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,০৩,২৪৩
  • নারী ভোটার: ১,৮৯,৯৮৩
  • হিজড়া ভোটার: ১
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

বরিশাল-৪ আসনটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাহিজলা উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

বরিশাল-৪ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করে। ফলে ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সীমানা পরিবর্তন হয়েছিল।

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ সিদ্দিকুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৮৬ মইদুল ইসলাম জাতীয় পার্টি (এরশাদ)[][]
১৯৯১ মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ শাহ এম আবুল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শাহ এম আবুল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ শাহ এম আবুল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মোঃ মেজবাউদ্দীন ফরহাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ পংকজ নাথ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ পংকজ নাথ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ পংকজ নাথ স্বতন্ত্র

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: বরিশাল-৪[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ পংকজ নাথ ১,৭৫,৪১৩ ৯৪.২ +৫০.০
বিএনএফ আঞ্জুমান সালাহ উদ্দিন ৫,৬২৯ ৩.০ প্র/না
জাতীয় পার্টি শেখ মোঃ জয়নাল আবেদিন ৫,২৬৫ ২.৮ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৬৯,৭৮৪ ৯১.১ +৮৮.৯
ভোটার উপস্থিতি ১,৮৬,৩০৭ ৬৭.৯ -১৬.৮
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: বরিশাল-৪[১০][১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোঃ মেজবাহ উদ্দিন ফরহাদ ৯২,৮৫৬ ৪৬.৪ -২০.৪
আওয়ামী লীগ মাইদুল ইসলাম ৮৮,৪৮৩ ৪৪.২ +২১.১
ইসলামী আন্দোলন সৈয়দ মোঃ মোসাদ্দেক বিল্লাহ ১৮,৪৫৫ ৯.২ প্র/না
গণফোরাম ফজলুল হক ২১৮ ০.১ প্র/না
স্বতন্ত্র শাহ মোঃ আবুল হোসেন ১৫৭ ০.১ প্র/না
কেএসজেএল আব্দুস সাত্তার সিকদার ১০৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৩৭৩ ২.২ -৪১.৫
ভোটার উপস্থিতি ২,০০,২৭৫ ৮৪.৮ +৩২.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: বরিশাল-৪[১২]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শাহ মোঃ আবুল হোসেন ৬৫,০৯১ ৬৬.৮ +১২.৭
আওয়ামী লীগ মোঃ মহসিন সিকদার ২২,৫০২ ২৩.১ -০.৯
জাতীয় পার্টি আনিসুর রহমান চৌধুরী ৫,২৯৫ ৫.৪ প্র/না
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট গাজী মোঃ আবুল বাসেদ ৪,১৫৮ ৪.৩ প্র/না
স্বতন্ত্র মোঃ আওলাদ হোসেন ৩৩৩ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪২,৫৮৯ ৪৩.৭ +১৩.৬
ভোটার উপস্থিতি ৯৭,৩৭৯ ৫২.৬ -১৯.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বরিশাল-৪[১২]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শাহ মোঃ আবুল হোসেন ৫০,৮৩০ ৫৪.১ +৩৮.৩
আওয়ামী লীগ মহিউদ্দিন আহমেদ ২২,৫৫৬ ২৪.০ +০.৯
জাতীয় পার্টি আঃ জব্বার তালুকদার ১০,৪১৪ ১১.১ -২.৬
জামায়াতে ইসলামী মাহমুদ আল মামুন ৯,৫৭৭ ১০.২ -১৩.০
জাকের পার্টি এমএ রাজ্জাক ৫০৬ ০.৫ -০.৬
এনডিপি এইচএম রুহুল আমিন ৬৯ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,২৭৪ ৩০.১ -১৪.১
ভোটার উপস্থিতি ৯৩,৯৫২ ৭২.৩ +৩৪.৬
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: বরিশাল-৪[১২]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মহিউদ্দিন আহমেদ ২২,০৯৩ ৩০.২
জামায়াতে ইসলামী মাহমুদ হোসেন আল মামুন ১৬,৯৪৩ ২৩.২
বিএনপি খন্দকার মাজহারুল ইসলাম ১১,৫৭৬ ১৫.৮
জাতীয় পার্টি মাইদুল ইসলাম ৯,৯৯৫ ১৩.৭
বাকশাল শাহজাহান খান ৮,৭৮৩ ১২.০
জাতীয় যুক্তফ্রন্ট মোস্তফা হামিদ চৌধুরী ১,২৭০ ১.৭
বাংলাদেশ জনতা পার্টি এএসএম সহিদুল ইসলাম ৮৩৬ ১.১
জাকের পার্টি আঃ রাজ্জাক ধালী ৭৯৫ ১.১
জাতীয় বিপ্লবী ফ্রন্ট আব্দুর রহমান খান ৬৪৪ ০.৯
জাসদ (সিরাজ) আব্দুল জলিল ১৬৯ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৩২,৩২২ ৪৪.২
ভোটার উপস্থিতি ৭৩,১০৪ ৩৭.৭
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বরিশাল-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "Barisal-4"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Electoral Area Result Statistics: Barisal-4"আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮ 
  10. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  11. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা