বরিশাল-৫
বরিশাল-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২৩নং আসন।
বরিশাল-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বরিশাল জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← বরিশাল-৪ বরিশাল-৬ → |
সীমানা
সম্পাদনাবরিশাল-৫ আসনটি বরিশাল জেলার বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
সম্পাদনাবরিশাল-৫ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাএপ্রিল ২০১৪ সালে শওকত হোসেন হিরণ মারা যান।[৮] উপনির্বাচনে তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ নির্বাচিত হন৷[৯]
বরিশাল-৫ উপ-নির্বাচন, জুন ২০১৪[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | জেবুন্নেসা আফরোজ | ১,৮৩,৬২৯ | ৯৬.১ | +৪৯.৩ | |
বিএনএফ | সাইফুল ইসলাম লিটন | ৬,১৩৬ | ৩.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৭৭,৪৯৩ | ৯২.৯ | +৯০.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৯১,০২৮ | ৫৫.৮ | -২৪.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শওকত হোসেন হিরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১০]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: বরিশাল-৫[১১][১২] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মজিবুর রহমান সারওয়ার | ১,০৫,৬৯৪ | ৪৫.০ | -১৪.৭ | |
আওয়ামী লীগ | জাহিদ ফারুক | ৯৯,৩৯৩ | ৪২.৩ | +১৩.৫ | |
ইসলামী আন্দোলন | সৈয়দ ফয়জুল করিম | ২৭,১৫৬ | ১১.৬ | প্র/না | |
জাকের পার্টি | মিজানুর রহমান বাচ্চু | ২,০২৩ | ০.৯ | প্র/না | |
ন্যাশনাল পিপলস পার্টি | এবিএম মাসুদ করিম | ২৫১ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মাহবুব উদ্দিন আহমেদ | ২২৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৩০১ | ২.৭ | -২৮.১ | ||
ভোটার উপস্থিতি | ২,৩৪,৭৪২ | ৭৯.৯ | +১৬.১ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: বরিশাল-৫[১৩] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মজিবুর রহমান সারওয়ার | ১,০৮,৪১২ | ৫৯.৭ | ||
আওয়ামী লীগ | শওকত হোসেন হিরণ | ৫২,৩৮৫ | ২৮.৮ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সৈয়দ রেজাউল করিম | ২০,৫৫৩ | ১১.৩ | ||
জাসদ | এসএম সাইফুর রহমান | ২৪৪ | ০.১ | ||
জাতীয় পার্টি | শফিকুল ইসলাম শাহ আলম | ১৪৩ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৬,০২৭ | ৩০.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৮১,৭৩৭ | ৬৩.৮ | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনা১৯৯৮ সালের ১২ মার্চ নাসিম বিশ্বাস মারা যান, উপ-নির্বাচনে বিএনপির মজিবুর রহমান সারওয়ার নির্বাচিত হন।[১৪][১৫]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বরিশাল-৫[১৩] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | নাসিম বিশ্বাস | ৭০,৮০৪ | ৪৫.৮ | ||
আওয়ামী লীগ | মাহবুব উদ্দিন আহমেদ | ৪২,৯২২ | ২৭.৭ | ||
জাতীয় পার্টি | শওকত হোসেন হিরণ | ৩১,১১১ | ২০.১ | ||
জামায়াতে ইসলামী | মুয়াজ্জামান হোসেন হেল্লা | ৪,৬৬৭ | ৩.০ | ||
ইসলামী ঐক্য জোট | সৈয়দ নাশির আহমেদ কাওসার | ৪,৬৪৭ | ৩.০ | ||
জাসদ (রব) | মোস্তাফিজুর রহমান | ৩৩০ | ০.২ | ||
ফ্রিডম পার্টি | এ. হান্নান চৌধুরী | ১৩১ | ০.১ | ||
স্বতন্ত্র | মোঃ হান্নান শেরনিয়াবাদ | ৬৯ | ০.০ | ||
স্বতন্ত্র | মোঃ এ মালেক মৃধা | ৬৮ | ০.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,৮৮২ | ১৮.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৭৪৯ | ৭৩.৭ | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
অক্টোবর ১৯৯১ সালে আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হলে, তার আসনটি শুন্য হয়। ডিসেম্বরের উপ-নির্বাচনে এম. আর. সারওয়ার নির্বাচিত হন।[১৬]
সাধারণ নির্বাচন ১৯৯১: বরিশাল-৫[১৩] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আব্দুর রহমান বিশ্বাস | ৫২,০৯৫ | ৪৩.৭ | |||
আওয়ামী লীগ | মাহবুব উদ্দিন আহমেদ | ২৮,৭০৫ | ২৪.১ | |||
জাতীয় পার্টি | এম. মতিয়ার রহমান | ২২,৮৬৪ | ১৯.২ | |||
জামায়াতে ইসলামী | আবুল হাসনাত মোঃ নুরুল্লাহ | ৫,৭০৪ | ৪.৮ | |||
ইসলামী ঐক্য জোট | রশীদ আহমদ ফেরদৌস | ৪,১৭৭ | ৩.৫ | |||
ওয়ার্কার্স পার্টি | রাশেদ খান মেনন | ১,৭১২ | ১.৪ | |||
জাকের পার্টি | আলাউদ্দিন মিয়া | ১,৫৪৪ | ১.৩ | |||
বাংলাদেশ জনতা পার্টি | মোঃ ওবাইদুল ইসলাম | ১,৩৮৩ | ১.২ | |||
স্বতন্ত্র | এনায়েত পীর খান | ৩৩৬ | ০.৩ | |||
স্বতন্ত্র | তোফায়েল আহমেদ | ১৬৫ | ০.১ | |||
জাতীয় গণতান্ত্রিক পার্টি | সামছুল আলম | ১৩৮ | ০.১ | |||
জাসদ (রব) | সিকদার মোঃ নিজাম | ১৩১ | ০.১ | |||
ফ্রিডম পার্টি | কাজী আব্দুল নাঈম | ১১৮ | ০.১ | |||
জাতীয় যুক্তফ্রন্ট | এফ এ ফয়সাল | ৮৭ | ০.১ | |||
স্বতন্ত্র | খন্দকার এম এ কাশেম | ৩৫ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৩৯০ | ১৯.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৯,১৯৪ | ৪৭.৯ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বরিশাল-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "সাংসদ হিরন আর নেই"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪।
- ↑ ক খ "বরিশাল উপনির্বাচনে আ.লীগ প্রার্থী জেবুনেচ্ছা নির্বাচিত"। প্রথম আলো। ১৬ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ আখতের, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ১৬৭। আইএসবিএন 0-7546-1628-2।
- ↑ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আখতের, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে বরিশাল-৫
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |