মজিবুর রহমান সারওয়ার

বাংলাদেশী রাজনীতিবিদ

মজিবুর রহমান সারওয়ার একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর রাজনীতিবিদ এবং বরিশাল-৫ এর সাবেক সংসদ সদস্য।

মজিবুর রহমান সরওয়ার
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র
কাজের মেয়াদ
২০০৩ – ২০০৮
সংসদ সদস্য - বরিশাল-৫
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৪
পূর্বসূরীনাসিম বিশ্বাস
উত্তরসূরীশওকত হোসেন হিরন
ব্যক্তিগত বিবরণ
জন্মবরিশাল, পূর্ব পাকিস্তান
জাতীয়তা বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

কর্মজীবন সম্পাদনা

সারওয়ার ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে বরিশাল -৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন [১] । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব [২]

2018 সালে, সরোয়ার বরিশাল সিটির মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবে ভোটগ্রহণের সাথে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই তা প্রত্যাহার করেছেন [৩] । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল ৫ থেকে ২০১৩ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে মনোনীত করেছিল [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  2. "Division within BNP leadership"theindependentbd.com। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  3. "BNP, CPB, IAB boycott Barisal city polls"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  4. "US diplomats hold closed-door meeting with Barisal BNP candidate"Dhaka Tribune। ২৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯