বরিশাল-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
বরিশাল-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২১নং আসন।
বরিশাল-৩ | |
---|---|
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | বরিশাল জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← বরিশাল-২ বরিশাল-৪ → |
সীমানা
সম্পাদনাবরিশাল-৩ আসনটি বরিশাল জেলার মুলাদী উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
সম্পাদনাবরিশাল-৩ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করে। ফলে ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সীমানা পুনরায় বদল হয়েছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
ওয়ার্কার্স পার্টি | টিপু সুলতান | ৩৫,৬০২ | ৬০.৩ | প্র/না | ||
জাপা | গোলাম কিবরিয়া টিপু | ২৩,৪০৭ | ৩৯.৭ | -৪.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১২,১৯৫ | ২০.৭ | +১৬.৫ | |||
ভোটার উপস্থিতি | ৫৯,০০৯ | ২৭.২ | −৫৫.৬ | |||
জাপা থেকে ওয়ার্কার্স পার্টি অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাপা | গোলাম কিবরিয়া টিপু | ৬৬,৪৬৩ | ৪৪.০ | প্র/না | ||
বিএনপি | সেলিমা রহমান | ৬০,০৫১ | ৩৯.৭ | -১৬.১ | ||
স্বতন্ত্র | জয়নাল আবেদিন | ২০,০৪৮ | ১৩.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | ইশাক সিকদার | ২,৬৭৫ | ১.৮ | প্র/না | ||
জাকের পার্টি | নুর মোহাম্মদ হাওলাদার | ১,৫৭৪ | ১.০ | প্র/না | ||
বিকেএ | মাস্টার আনসার উদ্দিন | ৩৯৭ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৪১২ | ৪.২ | −১৫.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৫১,২০৮ | ৮২.৮ | +১৮.০ | |||
বিএনপি থেকে জাপা অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | মোশাররফ হোসেন মঞ্জু | ৭১,৬৩৮ | ৫৫.৮ | +৬.৩ | |
আ.লীগ | মোঃ আফজালুল হক | ৪৬,৮৩২ | ৩৬.৫ | +৪.৯ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সৈয়দ বদরুল হোসেন | ৯,৩১৭ | ৭.৩ | প্র/না | |
জাসদ | এমএ নয়ন রহমান | ২৯৬ | ০.২ | প্র/না | |
জাপা (মঞ্জু) | ইশাক ভুইয়া | ২২৬ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ আব্দুল মজিদ | ১১০ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | বখতিয়ার উদ্দিন খান | ৫০ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৮০৬ | ১৯.৩ | +১.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,২৮,৪৬৯ | ৬৪.৮ | −৬.৯ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | মোশাররফ হোসেন মঞ্জু | ৪৮,০৪১ | ৪৯.৫ | +২০.০ | |
আ.লীগ | আব্দুল বারী | ৩০,৬৬৫ | ৩১.৬ | +৮.১ | |
ইসলামী ঐক্য জোট | হুমায়ুন কবির চৌধুরী | ৫,৮৮৯ | ৬.১ | প্র/না | |
জামাত | সৈয়দ মোঃ নুরুল হক | ৫,৬৭২ | ৫.৮ | -১২.০ | |
জাপা | আনোয়ার হোসেন | ৫,১৭১ | ৫.৩ | +৪.৯ | |
সামাজিক গণতান্ত্রিক দল | সৈয়দ বদরুল হাওলাদার | ৮৭৯ | ০.৯ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | এফআরএম নাজমুল আহসান | ২৬৩ | ০.৩ | ০.০ | |
জাসদ (রব) | এমএ নয়ন রহমান | ২৪১ | ০.২ | -০.১ | |
স্বতন্ত্র | এটিএম মাহবুব আলম | ২০৭ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৩৭৬ | ১৭.৯ | +১১.৯ | ||
ভোটার উপস্থিতি | ৯৭,০২৮ | ৭১.৭ | +৩৪.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোশাররফ হোসেন মঞ্জু | ২৩,৭৭৭ | ২৯.৫ | |||
আ.লীগ | আব্দুল বারী | ১৮,৯৫২ | ২৩.৫ | |||
স্বতন্ত্র | তোফাজ্জল হক চৌধুরী | ১৫,৪৭৭ | ১৯.২ | |||
জামাত | সৈয়দ নুরুল হক | ১৪,৩৪৬ | ১৭.৮ | |||
স্বতন্ত্র | আব্দুল কাদের ফারুকি | ২,৭৫৬ | ৩.৪ | |||
জাসদ | মোস্তাক হোসেন | ২,৫৫৭ | ৩.২ | |||
ইসলামী ঐক্য জোট | সুলতান আহমেদ | ১,৪৫২ | ১.৮ | |||
জাপা | বেগম হাসিনা নজরুল | ৩৪৮ | ০.৪ | |||
জাসদ (রব) | গুলজার আলাউদ্দিন | ২৪১ | ০.৩ | |||
জাতীয় বিপ্লবী ফ্রন্ট | ওহাইদ খান | ২৩২ | ০.৩ | |||
কমিউনিস্ট পার্টি | নাজমুল আহসান | ২১১ | ০.৩ | |||
বাংলাদেশ জাতীয় কংগ্রেস | হোসেন আলী | ১৩৮ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৮২৫ | ৬.০ | ||||
ভোটার উপস্থিতি | ৮০,৪৮৭ | ৩৭.৭ | ||||
জাপা থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বরিশাল-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Barisal-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে বরিশাল-৩
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |