মোতাহার উদ্দিন
মোতাহার উদ্দিন (২৪ আগস্ট ১৯৩৫ – ১০ জানুয়ারী ১৯৭৪) যিনি মোতাহার উদ্দিন মাস্টার নামে পরিচিত। বাংলাদেশের ভোলা জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও তৎকালীন বাকেরগঞ্জ-৩ (বরিশাল-৩) আসনে সংসদ সদস্য ছিলেন।[১][২]
মোতাহার উদ্দিন | |
---|---|
বাকেরগঞ্জ-৩ (বরিশাল-৩) আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ১০ জানুয়ারী ১৯৭৪ | |
পূর্বসূরী | আসন শুরু |
উত্তরসূরী | এম. এম. নজরুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৪ আগস্ট ১৯৩৫ ভোলা |
মৃত্যু | ১০ জানুয়ারী ১৯৭৪ গজারিয়া বাজার, লালমোহন, ভোলা |
মৃত্যুর কারণ | আততায়ীর গুলিতে |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | মাহমুদা বেগম |
সন্তান | দুই ছেলে ও দুই মেয়ে |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামোতাহার উদ্দিন ২৪ আগস্ট ১৯৩৫ সালে ভোলার লালমোহনের হাওলাদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী সুলতান আহমেদ মাদ্রাসার শিক্ষক ও মাতা আছিয়া খাতুন গৃহিণী ছিলেন। ছয় বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তার স্ত্রী মাহমুদা বেগম। তাদের দুই ছেলে ও দুই মেয়ে।
তজুমদ্দিন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে অস্টম শ্রেণী পর্যন্ত পড়ে ভোলা সরকারী স্কুল থেকে ১৯৫০ সালে মাধ্যমিক পাস করে বরিশাল বিএম কলেজ থেকে ১৯৫২ সালে প্রথম বিভাগে এইচএসসি ও ঢাকা থেকে বিএ এবং বিএড ডিগ্রী অর্জন করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনামোতাহার উদ্দিন ১৯৬২ সালে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়ে একই বছরে চেয়ারম্যান নির্বাচিত হণ। ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন।[২] তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৩ (বরিশাল-৩) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
মৃত্যু
সম্পাদনামোতাহার উদ্দিন ১০ জানুয়ারী ১৯৭৪ সালে ভোলার লালমোহনের গজারিয়া বাজারে আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেন।[২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ মাহফুজুর রহমান (২০০৯)। ভোলা দ্বীপের অনন্য মুক্তিযুদ্ধ। ঢাকা, বাংলাদেশ: সাহিত্য প্রকাশ। পৃষ্ঠা ১১২।
- ↑ জাহিদুল ইসলাম দুলাল, স্টাফ রিপোর্টার (১১ জানুয়ারি ২০১৯)। "মোতাহার মাস্টারের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে "নেক্সাস ৯৩" এর স্মরণসভা"। লালমোহন২৪.কম। ২০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।