ভোলা-১

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ভোলা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ভোলা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৫নং আসন।

ভোলা-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাভোলা জেলা
বিভাগবরিশাল বিভাগ
মোট ভোটার
  • ৩,৭৪,৮২৪ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৯৩,৭৯০
  • নারী ভোটার: ১,৮১,০৩১
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

ভোলা-১ আসনটি ভোলা জেলার ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

১৯৮৪ সালে যখন বাকেরগঞ্জ জেলাকে ভেঙে চারটি জেলায় (বাকেরগঞ্জ, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর) ভাগ করা হয়, তখন বাকেরগঞ্জ-১ থেকে এ সংসদীয় আসনটি সৃষ্টি করা হয়।

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সংসদ সদস্য দল
১৯৮৬ নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টি[][]
১৯৯১ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ মোশারেফ হোসেন শাজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শুন্য
২০০১ মোশারেফ হোসেন শাহজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
২০১৪ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে তোফায়েল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ভোলা-১[][]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আন্দালিব রহমান ৯৫,১৫৮ ৫৩.২ -৮.৯
আওয়ামী লীগ ইউসুফ হোসেন হুমায়ুন ৭৮,৪৮৯ ৪৩.৯ +৬.৪
ইসলামী আন্দোলন মোঃ আনিসুল হক ৩,৬৯৮ ২.১ প্র/না
বিকল্পধারা আবু আজম খান ৭২৪ ০.৪ প্র/না
গণফ্রন্ট কৃষক মোঃ সাদেক ৪৮৪ ০.৩ প্র/না
স্বতন্ত্র তপন কুমার চক্রবর্তী ২০৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৬৬৯ ৯.৩ −১৫.২
ভোটার উপস্থিতি ১,৭৮,৭৫৭ ৭৭.৪ +১৬.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: ভোলা-১[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোশাররফ হোসেন শাহজাহান ৯৫,৯০৪ ৬২.১ +১৯.৪
আওয়ামী লীগ তোফায়েল আহমেদ ৫৮,০১০ ৩৭.৫ -৭.৩
জাসদ মোঃ নাসির উদ্দিন ৩১৩ ০.২ প্র/না
বিকেএসএমএ (সাদেক) কৃষক মোঃ সাদেক ১৭৩ ০.১ প্র/না
স্বতন্ত্র হুমায়ুন কবির ১৩৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৭,৮৯৪ ২৪.৫ +২২.৪
ভোটার উপস্থিতি ১,৫৪,৫৩৬ ৬১.২ −৫.০
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

জুন ১৯৯৬ সালের নির্বাচনে তোফায়েল আহমেদ ভোলা-১ ও ভোলা-২ আসনের নির্বাচনে দাড়ান। নির্বাচনে তিনি উভয় আসনে জয় লাভ করলে, তিনি ভোলা-২ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ফলে ভোলা১ আসনে উপ-নির্বাচনের প্রয়োজন পড়ে[১০] তবে হাই কোর্ট, উপনির্বাচন স্থগিত করলে সপ্তম সংসদের পুরো সময়ে আসনটি খালি থাকে।[১০][১১]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ভোলা-১[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ তোফায়েল আহমেদ ৫০,০৯৯ ৪৪.৮ +৭.৬
বিএনপি মোশাররফ হোসেন শাহজাহান ৪৭,৭৫৯ ৪২.৭ +১৭.৩
জামায়াতে ইসলামী আবু বক্কর সিদ্দিক ৬,০৭১ ৫.৪ +১.৯
জাতীয় পার্টি মাকসুদুর রহমান ৪,০২৪ ৩.৬ -২৮.৭
ইসলামী ঐক্য জোট আব্দুল মান্নান ২,৮১৬ ২.৫ প্র/না
জাকের পার্টি মোঃ শহীদ আলম ৬০৪ ০.৫ +০.২
গণফোরাম আবু তাহের ১৯৩ ০.২ প্র/না
বিকেএসএমএ কৃষক মোঃ সাদেক ১৬৯ ০.১ প্র/না
ফ্রিডম পার্টি আঃ হাদি মামুদ ৫৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,৩৪০ ২.১ −২.৮
ভোটার উপস্থিতি ১,১১,৭৯৩ ৬৬.২ +১৮.৫
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ভোলা-১[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ তোফায়েল আহমেদ ৩৬,৪৬৫ ৩৭.২
জাতীয় পার্টি নাজিউর রহমান মঞ্জু ৩১,৬৪৪ ৩২.৩
বিএনপি মোশাররফ হোসেন শাহজাহান ২৪,৯২২ ২৫.৪
জামায়াতে ইসলামী এএফএম আঃ হামিদ ৩,৩৮২ ৩.৫
জাকের পার্টি আব্দুল ওয়াহাব মিয়া ৩২২ ০.৩
স্বতন্ত্র মোঃ আলী জিন্নাহ ২৭৭ ০.৩
স্বতন্ত্র মাহমুদুল হক কামাল ২১৬ ০.৩
বিকেএসএমএ কৃষক মোঃ সাদেক ২১৩ ০.২
জাসদ (রব) মোঃ শাহজাহান ১৭৯ ০.২
স্বতন্ত্র আব্দুল জব্বার হাওলাদার ১৪১ ০.১
স্বতন্ত্র মনসুর হেলাল ১৩২ ০.১
ন্যাপ (মোজাফফর) মোঃ শাহজাহান ১০০ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৪,৮২১ ৪.৯
ভোটার উপস্থিতি ৯৮,০০৩ ৪৭.৭
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ভোলা-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮ 
  7. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "Dhaka-10 by-poll Symbol Dispute" [ঢাকা-১০ উপ-ভোটগ্রহণে প্রতীক বিতর্ক]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০০৪। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা