নীলফামারী-১

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

নীলফামারী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নীলফামারী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২তম এবং জেলার ১ম সংসদীয় আসন।

নীলফামারী-১
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলানীলফামারী জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৪,২৯,০৯৫ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,১৬,৮২৯
  • নারী ভোটার: ২,১২,২৬৪
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

নীলফামারী-১ আসনটি নীলফামারী জেলার ডিমলা উপজেলাডোমার উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

নীলফামারী ১ আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করা হয়েছিল। তৎকালীন রংপুর-১ আসন থেকে নীলফামারী-১ সৃষ্টি করা হয়েছিল।

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সাংসদ রাজনৈতিক দল
১৯৮৬ বেগম মনসুর মহিউদ্দীন জাতীয় পার্টি[][]
১৯৮৮ বেগম মনসুর মহিউদ্দীন জাতীয় পার্টি
১৯৯১ আবদুর রউফ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ এন.কে. আলম চৌধুরী জাতীয় পার্টি (এরশাদ)
২০০১ হামিদা বানু শোভা বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ জাফর ইকবাল সিদ্দিকী জাতীয় পার্টি (এরশাদ)
২০১৪ আফতাব উদ্দিন সরকার[] বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আফতাব উদ্দিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আফতাব উদ্দিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০১০ এর দশকে

সম্পাদনা
[]}}
সাধারণ নির্বাচন, ২০১৪: নীলফামারী-১[]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ আফতাব উদ্দিন সরকার ৮০,৪৩০ ৮২.৭ N/A
জাপা জাফর ইকবাল সিদ্দিকী ১৫,৮৪৮ ১৬.৩ -৪৩.৭
জাসদ (রব) মোঃ খায়রুল আলম ৯৬৮ ১.০ N/A
সংখ্যাগরিষ্ঠতা ৬৪,৫৮২ ৬৬.৪ +২২.৯
ভোটার উপস্থিতি ৯৭,২৪৬ ২৯.২ −৬০.৫
জাপা থেকে আ.লীগ অর্জন করে

২০০০ এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: নীলফামারী-১[][১০]
দল প্রার্থী ভোট % ±%
জাপা জাফর ইকবাল সিদ্দিকী ১,৭৯,৬৫৭ ৬৯.৫ N/A
বিএনপি রফিকুল ইসলাম ৬৭,১৯০ ২৬.০ -৩.৯
ন্যাপ মোহাম্মদ জাকারিয়া ৫,১২৪ ২.০ N/A
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শফিকুল গনি স্বপন ৩,৬৪৯ ১.৪ N/A
গণফোরাম আব্দুর রউফ ১,০৮৮ ০.৪ N/A
বাসদ আশরাফুজ্জামান লাকু ৭৯১ ০.৩ N/A
ইসলামী আন্দোলন আব্দুল জলিল ৭৬০ ০.৩ N/A
কৃষক শ্রমিক জনতা লীগ সৈয়দ ইলিয়াস আহমেদ ৩৬০ ০.১ N/A
সংখ্যাগরিষ্ঠতা ১,১২,৪৬৭ ৪৩.৫ +৪২.৮
ভোটার উপস্থিতি ২,৫৮,৬১৯ ৮৯.৭ +১১.৮
আ.লীগ থেকে জাপা অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: নীলফামারী-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ হামিদা বানু শোভা ৬৬,৮৭১ ৩৩.৪ +১.৬
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট এন.কে. আলম চৌধুরী ৬৫,৫৫২ ৩২.৮ N/A
বিএনপি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ৫৯,৮০৫ ২৯.৯ +১৬.২
স্বতন্ত্র আব্দুর রউফ ৫,৭০৭ ২.৯ N/A
ওয়ার্কার্স পার্টি নুর মোহাম্মদ খান ১,৭৪৩ ০.৯ -০.২
স্বতন্ত্র সুশান্ত মিশ্র ৩০৯ ০.২ N/A
সংখ্যাগরিষ্ঠতা ১,৩১৯ ০.৭ −৭.৭
ভোটার উপস্থিতি ১,৯৯,৯৮৭ ৭৭.৯ +৪.০
জাপা থেকে আ.লীগ অর্জন করে

১৯৯০ এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নীলফামারী-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
জাপা এনকে আলম চৌধুরী ৬০,৪৪৪ ৪০.১ +৮.৯
আ.লীগ আব্দুর রউফ ৪৭,৮৩৩ ৩১.৮ +০.১
বিএনপি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ২০,৬৭২ ১৩.৭ +১২.৬
জামাত ইসাহাক আলী ১৯,১৩৭ ১২.৭ -৪.৪
ওয়ার্কার্স পার্টি নুর মোহাম্মদ খান ১,৬৩৪ ১.১ -১.৭
স্বতন্ত্র আব্দুল হাই সরকার ৫২৩ ০.৪ N/A
জাকের পার্টি মোঃ গোলাম আজম খান ৩১৫ ০.২ -০.১
সংখ্যাগরিষ্ঠতা ১২,৬১১ ৮.৪ +৭.৮
ভোটার উপস্থিতি ১,৫০,৫৫৮ ৭৩.৯ +১২.২
আ.লীগ থেকে জাপা অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: নীলফামারী-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ আব্দুর রউফ ৪১,২১৮ ৩১.৭
জাপা এনকে আলম চৌধুরী ৪০,৪৯২ ৩১.২
জামাত ইসাহাক আলী ২২,২৬৩ ১৭.১
স্বতন্ত্র শফিকুল গনি স্বপন ১০,১৫৯ ৭.৮
স্বতন্ত্র হামিদা বানু শোভা ৮,৩০৬ ৬.৪
ওয়ার্কার্স পার্টি মোঃ মনিরুজ্জামান ৩,৬৪৮ ২.৮
বিএনপি মোঃ রেজাউল বসুনিয়া ১,৩৮৬ ১.১
গণতান্ত্রিক পার্টি মোঃ গোলাম সারওয়ার ৭৮৮ ০.৬
ফ্রিডম পার্টি মোঃ নুরুন্নবী দুলাল ৭৩৬ ০.৬
জাকের পার্টি মোঃ মতোয়ার রহমান ৩৮১ ০.৩
জাসদ (রব) মুনির উদ্দিন ৩০০ ০.২
জাতীয় ঐক্য ফ্রন্ট আব্দুল হাই সরকার ২৫৯ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৭২৬ ০.৬
ভোটার উপস্থিতি ১,২৯,০৬৭ ৬১.৭
জাপা থেকে আ.লীগ অর্জন করে
  1. "নীলফামারী-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "List of 3rd Parliament Members" (পিডিএফ)Bangladesh Parliament। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "List of 4th Parliament Members" (পিডিএফ)Bangladesh Parliament। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা"। জাতীয় সংসদ। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬ 
  7. "সকল নির্বাচনী ফলাফল"। ভোটবিডি.অর্গানাইজেশন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫ 
  8. "Nilphamari-1"Bangladesh Election Result 2014ঢাকা ট্রিবিউন। ২৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Constituency Maps of Bangladesh" (পিডিএফ)Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  10. "Nomination submission List"Bangladesh Election Commission। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা