আসাদুল হাবিব দুলু

বাংলাদেশী রাজনীতিবিদ

আসাদুল হাবিব দুলু হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী[] ও সংসদ সদস্য ছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।[][] লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি তিনি। অধ্যক্ষ দুলু লালমনিরহাট-৩ (বাংলাদেশ-১৮) সংসদীয় আসনে দুবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য[]

আসাদুল হাবিব দুলু
রংপুর যুবদলের ইফতার মাহফিল, ২০২৩
উপমন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১০ অক্টোবর ২০০১ – ২৯ অক্টোবর ২০০৬
নির্বাচনী এলাকালালমনিরহাট-৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-08-05) ৫ আগস্ট ১৯৫৭ (বয়স ৬৭)
পাকিস্তান লালমনিরহাট,রংপুর,পূর্ব পাকিস্তান
বর্তমান:
বাংলাদেশ লালমনিরহাট জেলা,বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীলায়লা হাবিব
সন্তান২ জন পুত্র
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষকতা, ব্যবসা
ধর্মইসলাম

শিক্ষা

সম্পাদনা

দুলু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

দুলু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[][]

দুর্নীতির অভিযোগ

সম্পাদনা

অক্টোবর ২০০৭ সালে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩৫ জন দুর্নীতির সন্দেহভাজনের একটি তালিকা প্রকাশ করে, যেখানে দুলুর নামও অন্তর্ভুক্ত ছিল।[] তবে, ২০০৮ সালের অক্টোবরে, দুদক প্রমাণের অভাবের কারণে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়। তবে, ২০১টি ঢেউটিন আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।[]

২০০৯ সালের ২৪ জানুয়ারি, দুদক দুলুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। অভিযোগ ছিল, তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং ২০০৭ সালের ফেব্রুয়ারিতে দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ভুল তথ্য দিয়েছেন।[] একই বছরের সেপ্টেম্বর মাসে, তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়।[১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মন্ত্রীদের তালিকা,যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট"। ১৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৩ 
  2. "যায় যায় দিন"jjdin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৪ 
  3. "নির্বাচনের ব্যবস্থা না করলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরবে না : আসাদুল হাবিব দুলু"এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০২৪-১১-২১। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৪ 
  4. সংসদ সদস্যদের তালিকা (PDF Link),জাতীয় সংসদের ওয়েবসাইট।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "12 new faces in BNP executive committee"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭ 
  6. "BNP to enforce hartal in Rangpur division tomorrow"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭ 
  7. "ACC makes public list of 35"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৭-১০-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  8. "Graft cases against 11 ex-MPs dropped"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-১০-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  9. "ACC sues Ranga, Dulu for ill-gotten wealth"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  10. "ACC presses charge sheet against Dulu"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪