আসাদুল হাবিব দুলু
আসাদুল হাবিব দুলু হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী[১] ও সংসদ সদস্য ছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।[২][৩] লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি তিনি। অধ্যক্ষ দুলু লালমনিরহাট-৩ (বাংলাদেশ-১৮) সংসদীয় আসনে দুবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য[৪]।
আসাদুল হাবিব দুলু | |
---|---|
![]() রংপুর যুবদলের ইফতার মাহফিল, ২০২৩ | |
উপমন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ২৯ অক্টোবর ২০০৬ | |
নির্বাচনী এলাকা | লালমনিরহাট-৩ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ![]() বর্তমান: ![]() | ৫ আগস্ট ১৯৫৭
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | লায়লা হাবিব |
সন্তান | ২ জন পুত্র |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
পেশা | শিক্ষকতা, ব্যবসা |
ধর্ম | ইসলাম |
শিক্ষা
সম্পাদনাদুলু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
পেশা
সম্পাদনাদুলু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫][৬]
দুর্নীতির অভিযোগ
সম্পাদনাঅক্টোবর ২০০৭ সালে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩৫ জন দুর্নীতির সন্দেহভাজনের একটি তালিকা প্রকাশ করে, যেখানে দুলুর নামও অন্তর্ভুক্ত ছিল।[৭] তবে, ২০০৮ সালের অক্টোবরে, দুদক প্রমাণের অভাবের কারণে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়। তবে, ২০১টি ঢেউটিন আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।[৮]
২০০৯ সালের ২৪ জানুয়ারি, দুদক দুলুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। অভিযোগ ছিল, তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং ২০০৭ সালের ফেব্রুয়ারিতে দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ভুল তথ্য দিয়েছেন।[৯] একই বছরের সেপ্টেম্বর মাসে, তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়।[১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মন্ত্রীদের তালিকা,যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট"। ১৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৩।
- ↑ "যায় যায় দিন"। jjdin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৪।
- ↑ "নির্বাচনের ব্যবস্থা না করলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরবে না : আসাদুল হাবিব দুলু"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০২৪-১১-২১। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৪।
- ↑ সংসদ সদস্যদের তালিকা (PDF Link),জাতীয় সংসদের ওয়েবসাইট।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "12 new faces in BNP executive committee"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭।
- ↑ "BNP to enforce hartal in Rangpur division tomorrow"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭।
- ↑ "ACC makes public list of 35"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৭-১০-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪।
- ↑ "Graft cases against 11 ex-MPs dropped"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-১০-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪।
- ↑ "ACC sues Ranga, Dulu for ill-gotten wealth"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪।
- ↑ "ACC presses charge sheet against Dulu"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪।