শিক্ষক হলো যারা শিক্ষাদানের মহান ব্রত যার কাজ করে তাদেরকই বলা হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানের কাজে নিয়োজিতদেরই শিক্ষক বলা হয়। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতার কাজে যারা আছেন তাদেরকে শিক্ষক বলা হয় আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক বলা হয়ে থাকে। শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়। কেননা একজন আদর্শ শিক্ষকই পারেন তার অনুসারী দের জ্ঞান ও ন্যায় দীক্ষা দিতে। শিক্ষার্থীর মানবতাবোধ কে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদান কে সার্থকই করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করেন। স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।

Teacher
পেনডেম্বু, সিয়েরা লিওন-এর একটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষক
পেশা
নামTeacher, educator, schoolteacher
পেশার ধরন
পেশা
প্রায়োগিক ক্ষেত্র
শিক্ষা
বিবরণ
যোগ্যতাশিক্ষাতত্ত্ব, বিষয় জ্ঞান; বিষয় শেখানোর দক্ষতা, পাঠ্যক্রম, শিক্ষার্থীর মূল্যায়নে; মনোবিজ্ঞান; পরিকল্পনা; নেতৃত্ব।[১]
শিক্ষাগত যোগ্যতা
(দেশভেদে পরিবর্তিত হয়) শিক্ষণ শংসাপত্র
কর্মক্ষেত্র
বিদ্যালয়
সম্পর্কিত পেশা
পেশা, অ্যাকাডেমি, lecturer, tutor

তথ্যসূত্র সম্পাদনা

  1. Williamson McDiarmid, G. & Clevenger-Bright M. (2008), 'Rethinking Teacher Capacity', in Cochran-Smith, M., Feiman-Nemser, S. & Mc Intyre, D. (Eds.): Handbook of Research on Teacher Education. Enduring questions in changing contexts. New York/Abingdon: Routledge/Taylor & Francis.

বহিঃসংযোগ সম্পাদনা