মোসলেম উদ্দিন
মোসলেম উদ্দিন (জন্ম: ৩০ জানুয়ারি ১৯৩৯) বাংলাদেশের ময়মনসিংহ জেলার রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ময়মনসিংহ-৬ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
অ্যাডভোকেট মোসলেম উদ্দিন | |
---|---|
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
পূর্বসূরী | এ কে এম ফজলুল হক |
উত্তরসূরী | হাবিব উল্লাহ সরকার |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ১ আক্টোবর ২০০১ | |
পূর্বসূরী | শামসুদ্দিন আহমেদ |
উত্তরসূরী | শামসুদ্দিন আহমেদ |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ৭ জানুয়ারি ২০২৪ | |
পূর্বসূরী | শামসুদ্দিন আহমেদ |
উত্তরসূরী | মালেক সরকার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ মোসলেম উদ্দিন ৩০ জানুয়ারি ১৯৩৯ ময়মনসিংহ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনামোসলেম উদ্দিন ৩০ জানুয়ারি ১৯৩৯ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। পরবর্তী সময়ে একই বিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। তিনি বি.এ; বি.এড; এবং এল.এল.বি শিক্ষায় শিক্ষিত।
রাজনৈতিক জীবন
সম্পাদনারাজনীতিতে সক্রিয় এবং আইনজিবী মোসলেম উদ্দিন ৭ মে ১৯৮৬ সালের তৃতীয়,[২] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম,[৩] ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নবম,[৪] ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম[৫] ও ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৬][৭] ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী মালেক সরকারের কাছে পরাজিত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মোসলেম উদ্দিন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২২।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২।
- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "ময়মনসিংহ-৬: বেসরকারি ফলে নৌকার মোসলেম উদ্দিন জয়ী"। দৈনিক ইত্তেফাক। ১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।