শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ
শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[১][২][৩][৪]
ধরন | এমপিওভুক্ত কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৮৭ |
সভাপতি | উপজেলা নির্বাহী অফিসার |
অধ্যক্ষ | মোঃ মকবুল হোসেন |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৪০ জন |
শিক্ষার্থী | প্রায় ৪০০০ |
অবস্থান | , ২৪°৩১′৫৬″ উত্তর ৯০°১৬′৫১″ পূর্ব / ২৪.৫৩২২৫৬০° উত্তর ৯০.২৮০৭৫৯৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | ১৩ একর |
অধিভুক্তি | বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাকলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে। ২০০৪-৫ শিক্ষাবর্ষ হতে কলেেজটিতে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা চালু হয়। ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে কলেজটি ডিগ্ৰী পর্যায়ে উন্নীত করা হয়।[৫]
বিবরণ
সম্পাদনানামকরণ
সম্পাদনাকলেজটি নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতা মৌলভী শাহাবুদ্দীন আহামদ এর নামানুসারে।
অবকাঠামো
সম্পাদনাকলেজটির শিক্ষাঙ্গনের আয়তন ১৩ একর। বর্তমানে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজে মোট ২টি শিক্ষা ভবন, একটি মসজিদ ও একটি খাবারঘর রয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকায় গ্রামীণ পরিবেশে ১৯৮৭ সালে রাজনীতিবিদ ও মৌলভী শাহাবুদ্দীন আহামদ এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেন।
কলেজটি এমপিওভুক্ত করার ব্যাপারে তৎকালীন সংসদ সদস্য হাবিবুল্লাহ সরকার বিশেষ অবদান রাখেন।
পরবর্তীতে বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোঃ মোসলেম উদ্দিনের প্রচেষ্টায় ২০১৫ সালে এইচএসসি ও ২০১৬ সালে এইচএসসি (বিএম) কেন্দ্র স্থাপিত হয়। এছাড়া নতুন একটি চারতলা ভবনও তৈরি করা হয়।[৬]
সুযোগ-সুবিধা
সম্পাদনাবিএসএস
সম্পাদনা- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- ইতিহাস
স্নাতক শ্রেণী
সম্পাদনা- বাংলা
- সাধারণ ইংরেজি
- ইতিহাস
উচ্চ মাধ্যমিক
সম্পাদনা- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- ব্যবসায় ব্যবস্থাপনা(বি.এম)
ছাত্র সংগঠন
সম্পাদনাশুরু থেকেই শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন। এখানে কোন ছাত্র সংগঠন নেই।
চিত্রশালা
সম্পাদনা-
রাত্রিকালীন সময়ে মূল ভবন
-
প্রধান মাঠ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফুলবাড়িয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি বাণিজ্য | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০২০-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-৩০।
- ↑ "Shahabuddin College (Asim)"। Sohopathi | সহপাঠী (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-৩০।
- ↑ "ফুলবাড়িয়ায় ভর্তি বাণিজ্য"। Jugantor (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-৩০।
- ↑ gouripurnews। "স্মরণে শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান"। fulbarianews24.com (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-৩০।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। ২০২০-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।
- ↑ "আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি ফুলবাড়ীয়ায় উন্নয়নে উত্তর দক্ষিণ বিবেচনা করা হয়নি" (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।