শামসুল হক টুকু
বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য
শামসুল হক টুকু (জন্ম: ৩১ মে ১৯৪৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য। তিনি ২০০৯ ও ২০১৪ এবং ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। [১][২]
শামসুল হক টুকু | |
---|---|
![]() | |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৪ | |
পূর্বসূরী | লুৎফুজ্জামান বাবর |
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৮ আগস্ট ২০২২ | |
পূর্বসূরী | ফজলে রাব্বী মিয়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বৃশালিখা গ্রাম, বেড়া, পাবনা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) | ৩১ মে ১৯৪৮
নাগরিকত্ব | বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
জন্ম ও শিক্ষাজীবনসম্পাদনা
শামসুল হক টুকুর পৈতৃক বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে। তিনি ব্যবসায় বিষয়ে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।তিনি একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনসম্পাদনা
পেশায় আইনজীবী শামসুল হক টুকু রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি দ্বিতীয় মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২২ সালের ২৮ আগষ্ট তিনি ১১ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। [৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সাংবাদিকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে : শামসুল হক টুকু"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮।
- ↑ পাবনা-১, শামসুল হক টুকু। "Constituency 68_10th_Bn"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮।