চট্টগ্রাম-১০

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

চট্টগ্রাম-১০ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮৭নং আসন।

চট্টগ্রাম-১০
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাচট্টগ্রাম জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৪,৮৯,৪৭৮ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৫৬,৪৭৬
  • নারী ভোটার: ২,৪৫,৩৭৯
  • হিজড়া ভোটার: ২৬
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

চট্টগ্রাম-১০ আসনটি চট্টগ্রাম শহরের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ০৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ আবুল কাসেম বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ সিরাজুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৮৬ মোরশেদ খান বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ কামরুন নাহার জাফর জাতীয় পার্টি[]
১৯৯১ সিরাজুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ মোরশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মোরশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ মোরশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ এম. আবদুল লতিফ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আফছারুল আমীন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আফছারুল আমীন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আফছারুল আমীন বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৩ উপ-নির্বাচন মোঃ মহিউদ্দিন বাচ্চু বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ মোঃ মহিউদ্দিন বাচ্চু বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আফছারুল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

উপনির্বাচন ২০২৩

সম্পাদনা

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
উপনির্বাচন ২০২৩: চট্টগ্রাম-১০
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মহিউদ্দিন বাচ্চু ৫২,৯২৩ প্র/না
জাতীয় পার্টি সামসুল আলম ১,৫৭২ প্র/না
তৃণমূল বিএনপি দীলিপ কুমার পালিত ১,২৩০ প্র/না
স্বতন্ত্র মো. আরমান আলী ৪৮০ প্র/না
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট রশীদ মিয়া ৫৭৯ প্র/না
স্বতন্ত্র মনজুরুল ইসলাম ভুইয়া ৩৬৯ প্র/না
সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-১০[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এম. আবদুল লতিফ ১,৬৪,৫৯১ ৫১.৬ +৯.১
বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী ১,৪১,৯৪৬ ৪৪.৫ -৮.৪
ইসলামী আন্দোলন মো. লোকমান ২,৬২৮ ০.৮ প্র/না
স্বতন্ত্র জাহাঙ্গীর আলম চৌধুরী ২,৫০৯ ০.৮ প্র/না
গণফোরাম মো. জানে আলম ১,৮৫৩ ০.৬ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি মো. শাহাজাদা আলম ১,৭৫৬ ০.৬ প্র/না
স্বতন্ত্র মঈন উদ্দিন চৌধুরী ১,৪২১ ০.৪ প্র/না
বাসদ মো. মহিন উদ্দিন ১,২৮০ ০.৪ প্র/না
বিকল্পধারা আহমেদ নবী চৌধুরী ৫৭২ ০.২ প্র/না
স্বতন্ত্র মো মোস্তফা কামাল ২০৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২২.৬৪৫ ৭.১ −৩.২
ভোটার উপস্থিতি ৩,১৮,৭৬০ ৬৫.৭ −১.৫
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-১০[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোরশেদ খান ১,১২,৩০৮ ৫২.৯ -৬.১
আওয়ামী লীগ এসএম আবুল কালাম ৯০,৩৮০ ৪২.৫ -১.৬
ইসলামী ফ্রন্ট আবুল কাশেম নূরী ৪,২১০ ২.০ +১.০
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ আমান উল্লাহ ২,৬৩৩ ১.২ প্র/না
স্বতন্ত্র নাসির উদ্দিন ভূঁইয়া ৭৭২ ০.৪ প্র/না
স্বতন্ত্র মোহাম্মদ হোসেন চৌধুরী ৬৩৮ ০.৩ প্র/না
স্বতন্ত্র মো. জামাল উদ্দিন খান ৬৩৪ ০.৩ প্র/না
স্বতন্ত্র আহমেদ হোসেন ৪৭৩ ০.২ প্র/না
লিবারেল পার্টি মো আজিজুল হক ১৮৪ ০.১ প্র/না
জাতীয় পার্টি আবুল কালাম আজাদ ১৩৩ ০.১ প্র/না
স্বতন্ত্র সৈয়দ শামীম আহমেদ ৬৭ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২১,৯২৮ ১০.৩ +৭.৭
ভোটার উপস্থিতি ২,১২,৪৩২ ৬৭.২ −৬.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-১০[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোরশেদ খান ৮১,৭১৪ ৪৬.৮ +০.৫
আওয়ামী লীগ নুরুল ইসলাম ৭৭,০৮৮ ৪৪.১ +১.৭
জাতীয় পার্টি মো. আলম ৬,৪৯৩ ৩.৭ -১.৩
জামায়াতে ইসলামী সওকত ওসমান চৌধুরী ৬,৪৩৩ ৩.৭ প্র/না
ইসলামী ফ্রন্ট সোলাইমান ফরিদ ১,৭৫২ ১.০ -১.৩
জাকের পার্টি দীন মোহাম্মদ ৫০২ ০.৩ +০.২
ইসলামী ঐক্য জোট মো. আবদুর রহিম মোল্লা ৪০১ ০.২ প্র/না
গণফোরাম মো. নজরুল ইসলাম ১৮৫ ০.১ প্র/না
স্বতন্ত্র সৈয়দ শামীম আহমেদ ১০৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৬২৬ ২.৬ −১.৪
ভোটার উপস্থিতি ১,৭৪,৬৭৬ ৭৩.৭ +২১.৯
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-১০[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি সিরাজুল ইসলাম ৫১,১৩৪ ৪৬.৩
আওয়ামী লীগ নুরুল ইসলাম ৪৬,৭৫৭ ৪২.৪
জাতীয় পার্টি হারুন অব রশিদ ৫,৫৫৮ ৫.০
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) মঈন উদ্দিন খান ২,৭৭৬ ২.৫
ইসলামী ফ্রন্ট মাহবুব আলম ২,৪৮৮ ২.৩
ন্যাপ (মুজাফফর) চিত্তা রঞ্জন দাশ গুপ্ত ৭৭২ ০.৭
ফ্রিডম পার্টি নিজামুল করিম ১৯৫ ০.২
জাসদ (রব) নজরুল ইসলাম ১৯৪ ০.২
স্বতন্ত্র প্রবীর কুমার চৌধুরী ১৩০ ০.১
জাকের পার্টি কামাল উদ্দিন ১২৮ ০.১
কমিউনিস্ট পার্টি মনোয়ার আহমেদ ৮৯ ০.১
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) এবি আবুল আব্বাস কাদেরী ৭৬ ০.১
স্বতন্ত্র আবুল কালাম আজাদ ৫৪ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ৪,৩৭৭ ৪.০
ভোটার উপস্থিতি ১,১০,৩৫১ ৫১.৮
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চট্টগ্রাম-১০ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ৩০ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা