আবুল কাসেম (চট্টগ্রামের রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য

ডা. ক্যাপ্টেন আবুল কাসেম (১২ ডিসেম্বর ১৯১১ - ৪ এপ্রিল ১৯৯৯) বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন চট্টগ্রাম-১০ (রাঙ্গুনিয়া )আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]

ক্যাপ্টেন
আবুল কাসেম
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীসিরাজুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১২ ডিসেম্বর ১৯১১
চট্টগ্রাম জেলা
মৃত্যু৪ এপ্রিল ১৯৯৯
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম কলেজিয়েট স্কুল

চট্টগ্রাম মেডিকেল কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিক জীবন সম্পাদনা

আবুল কাসেম ১২ ডিসেম্বর ১৯১১ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ১৯৩০ সালে প্রবেশিকা ও তৎকালীন চট্টগ্রাম মেডিক্যাল স্কুল থেকে ১৯৩৪ সালে এলএমএফ ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন সম্পাদনা

আবুল কাসেম ১৯৩৭ সালে মেডিক্যাল স্কুলে শিক্ষতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

আবুল কাসেম ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে গণপরিষদ সদস্য এবং ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন চট্টগ্রাম-১০ রাঙ্গুনিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]

মৃত্যু সম্পাদনা

আবুল কাসেম ৪ এপ্রিল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।[৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১। 
  3. "সময়ের সাহসী কর্মবীর ডা.ক্যাপ্টেন আবুল কাশেম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৪ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৩ 
  4. Correspondent, Staff (২০১২-০৪-০৪)। "Dr Captain Abul Kashem"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৩