নেত্রকোণা-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
নেত্রকোণা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নেত্রকোণা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৮নং আসন।
নেত্রকোণা-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নেত্রকোণা জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনানেত্রকোণা-২ আসনটি নেত্রকোণা জেলার নেত্রকোণা সদর উপজেলা ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত।[১]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: নেত্রকোণা-২[৪][৫] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আরিফ খান জয় | ৮৯,১২৮ | ৭৭.০ | +১০.৬ | |
স্বতন্ত্র | আবদুর নূর খান | ২৬,১৫৩ | ২২.৬ | প্র/না | |
জাতীয় পার্টি | মোঃ আইয়ুব আলী | ৪৮৪ | ০.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬২,৯৭৫ | ৫৪.৪ | +২০.২ | ||
ভোটার উপস্থিতি | ১,১৫,৭৬৫ | ৩৩.৭ | -৫০.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: নেত্রকোণা-২[৬][৭] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আশরাফ আলী খান খসরু | ১,৬৪,০৭৬ | ৬৬.৪ | |||
বিএনপি | আশরাফ উদ্দিন খান | ৭৯,৫৭২ | ৩২.২ | |||
জাতীয় পার্টি | ফকির আশরাফ | ১,৬৫২ | ০.৭ | |||
স্বতন্ত্র | মোহাম্মদ জাফরুল্লাহ খান | ১,০৬৯ | ০.৪ | |||
স্বতন্ত্র | নয়ন দত্ত | ৮৪২ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮৪,৫০৪ | ৩৪.২ | ||||
ভোটার উপস্থিতি | ২,৪৭,২১১ | ৮৪.১ | ||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
জুলাই ২০০৪ সালে আব্দুল মোমিন মারা যান। অক্টোবর ২০০৪ সালের উপ-নির্বাচনে বিএনপির আবু আব্বাস নির্বাচিত হন।
সাধারণ নির্বাচন ২০০১: নেত্রকোণা-২[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আবদুল মোমিন | ১,০৮,৫১৪ | ৪৮.১ | +২.২ | |
বিএনপি | আবু আব্বাস | ১,০১,৩২০ | ৪৪.৯ | +১৩.২ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোস্তাফিজুর রহমান | ১৩,০৭৩ | ৫.৮ | প্র/না | |
জাতীয় পার্টি | মনোরঞ্জন সিং | ১,৮৮৩ | ০.৮ | প্র/না | |
বিকেএ | আবদুর রাকিব | ৬৯১ | ০.৩ | -০.৩ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭,১৯৪ | ৩.২ | -১১.০ | ||
ভোটার উপস্থিতি | ২,২৫,৪৮১ | ৭৭.৪ | +৩.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নেত্রকোণা-২[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | ফজলুর রহমান খান | ৭৫,৫৯৫ | ৪৫.৯ | +১১.৭ | ||
বিএনপি | আবু আব্বাস | ৫২,২৫৩ | ৩১.৭ | -৮.০ | ||
জাতীয় পার্টি | ফকির আশরাফ | ৩০,৮৬৯ | ১৮.৭ | +৫.০ | ||
জামায়াতে ইসলামী | মোঃ এমামুল হক | ৩,৯৩৩ | ২.৪ | প্র/না | ||
বিকেএ | মোহাম্মদ জাফরুল্লাহ খান | ১,০১১ | ০.৬ | -০.২ | ||
জাকের পার্টি | নওয়াব গাজী | ৪৭৫ | ০.৩ | ০.০ | ||
গণফোরাম | কে এম ফজলুল কাদের | ৩৬৪ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোহাম্মদ আনোয়ারুল ইসলাম | ১৪৬ | ০.১ | প্র/না | ||
ন্যাপ (ভাসানী) | একেএম মোজাম্মেল হক | ৮৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৩৪২ | ১৪.২ | +৮.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৪,৭৩১ | ৭৩.৭ | +২১.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: নেত্রকোণা-২[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আবু আব্বাস | ৪৭,১৯১ | ৩৯.৭ | |||
আওয়ামী লীগ | ফজলুর রহমান খান | ৪০,৬০৪ | ৩৪.২ | |||
জাতীয় পার্টি | আশরাফ উদ্দিন খান | ১৬,৩৪৪ | ১৩.৭ | |||
স্বতন্ত্র | এস. এম। ফজলুল কাদের | ৭,০৭৮ | ৬.০ | |||
গণতন্ত্রী পার্টি | আজিজুল ইসলাম খান | ৪,৫৯৪ | ৩.৯ | |||
স্বতন্ত্র | নির্মলেন্দু গুণ চৌধুরী | ১,২৪৯ | ১.১ | |||
বিকেএ | মোহাম্মদ জাফরুল্লাহ খান | ৯১৯ | ০.৮ | |||
জাসদ (রব) | মোতালিব খান পাঠান | ৬০৪ | ০.৫ | |||
জাকের পার্টি | ফজলুল হক | ৩০৫ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৫৮৭ | ৫.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৮,৮৮৮ | ৫২.১ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Netrokona-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Netrokona-2"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে নেত্রকোণা-২