আশরাফ আলী খান খসরু
আশরাফ আলী খান খসরু (জন্ম: ২২ মার্চ ১৯৪৯) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।[১]
আশরাফ আলী খান খসরু | |
---|---|
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৬ ফেব্রুয়ারি ২০২০ – বর্তমান | |
পূর্বসূরী | শরীফ আহমেদ |
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ জানুয়ারি ২০১৯ – ১৫ ফেব্রুয়ারি ২০২০ | |
পূর্বসূরী | নারায়ন চন্দ্র চন্দ |
উত্তরসূরী | শূন্য |
নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ৫ জানুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | আবু আব্বাছ |
উত্তরসূরী | আরিফ খান জয় |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩ জানুয়ারি ২০১৯ | |
পূর্বসূরী | আরিফ খান জয় |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নেত্রকোণা, বাংলাদেশ | ২২ মার্চ ১৯৪৯
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | কামরুন্নেছা আশরাফ দীনা |
পিতামাতা | নুরুল ইসলাম খান (পিতা) হাজেরা আক্তার খান (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | নেত্রকোণা সরকারি কলেজ |
শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে পালন করেন।[২]
প্রাথমিক জীবন
সম্পাদনাআশরাফ আলী খান খসরু ২২ মার্চ ১৯৪৯ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নুরুল ইসলাম খান ও মাতার নাম হাজেরা আক্তার খান। তার পিতা-মাতা দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও মুক্তিযোদ্ধা ছিলেন।[৩] খসরু নেত্রকোণা সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন।
তার স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি।
রাজনৈতিক জীবন
সম্পাদনাআশরাফ আলী খান খসরু ১৯৬৪ সালে আইয়ুববিরোধী আন্দোলনে ছাত্রলীগ কর্মী হিসেবে কারাভোগ করেন। তিনি ১৯৬৬-১৯৬৮ সাল পর্যন্ত নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের প্রচার সম্পাদক, ১৯৬৮-১৯৬৯ পর্যন্ত সাংগঠনিক সম্পাদক, ১৯৬৯-১৯৭০ সাল পর্যন্ত নেত্রকোণা মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৭২-১৯৭৩ সাল পর্যন্ত নেত্রকোনা জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৬ সালে সামরিক সরকারের জরুরি অবস্থাকালীন এক বৎসর কারাভোগ করেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেত্রকোণায় নেতৃত্ব দেন।
তিনি ১৯৯৭-২০০৪ সাল পর্যন্ত নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং ২০০৪ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সাল পর্যন্ত নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।
জনপ্রতিনিধিত্ব
সম্পাদনাতিনি ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫]
শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ৭ জানুয়ারি ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।[২]
শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি ১৬ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
মুক্তিযুদ্ধে অবদান
সম্পাদনাআশরাফ আলী খান খসরু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কোম্পানী কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "প্রাক্তন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণ, সমাজকল্যাণ মন্ত্রণালয়"। সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "বর্তমান ও সাবেক মাননীয় প্রতিমন্ত্রীগণ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "দুজন মন্ত্রী পেয়ে নেত্রকোণায় আনন্দ মিছিল"। www..jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৫।
- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।