শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা
৩০শে ডিসেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৫৯টি আসন লাভ করে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ৩ জানুয়ারি ২০১৯ তারিখে নির্বাচিত সংসদ সদস্যগণ বাংলাদেশ সরকারের আইনপ্রণেতা হিসেবে শপথগ্রহণ করেন।[১] শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন।[২] ৬ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করে। ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেন।
শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভা | |
---|---|
বাংলাদেশ-এর বিংশ মন্ত্রিসভা | |
২০১৯ - ২০২৪ | |
গঠনের তারিখ | ৭ জানুয়ারি ২০১৯ |
বিলুপ্তির তারিখ | ১১ জানুয়ারি ২০২৪ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপ্রধান | আবদুল হামিদ (২৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত) মোহাম্মদ সাহাবুদ্দিন |
সরকারপ্রধান | শেখ হাসিনা |
মন্ত্রী সংখ্যা | ২৫ জন মন্ত্রী ১১ জন প্রতিমন্ত্রী |
মোট সংখ্যা | ৪৮ (প্রধানমন্ত্রীসহ) |
সদস্য দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আইনসভায় অবস্থা | ২৫৭ / ৩০০ |
বিরোধী দল | জাতীয় পার্টি |
বিরোধী নেতা | হুসেইন মুহাম্মদ এরশাদ (৩ জানুয়ারি ২০১৯ – ১৪ জুলাই ২০১৯) রওশন এরশাদ (৮ সেপ্টেম্বর ২০১৯ – অদ্যাবধি) |
ইতিহাস | |
নির্বাচন | ২০২৪ |
সর্বশেষ নির্বাচন | ২০১৪ |
আইনসভার মেয়াদ | একাদশ |
পূর্ববর্তী | হাসিনার তৃতীয় মন্ত্রিসভা |
পরবর্তী | হাসিনার পঞ্চম মন্ত্রিসভা |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত এ মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হলেন ৩ জন।[৩][৪] প্রধানমন্ত্রীসহ মোট ৪৮ সদস্যের মন্ত্রিসভার ৪৪ জন সরাসরি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং ৩ জনকে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব প্রদান করা হয়েছে।[৫] টেকনোক্র্যাট কোটায় ৩ জনের মধ্যে ইয়াফেস ওসমান ও মোস্তাফা জব্বার পূর্ণ মন্ত্রীর এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।[৬] হাসিনার তৃতীয় মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী, ৯ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী চতুর্থ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন[৭] এবং এ মন্ত্রিসভায় ২৭ জন প্রথমবারের মতো মন্ত্রিত্ব গ্রহণ করেন।[৮]
মন্ত্রিসভার সদস্যগণ
সম্পাদনাবাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রীগণের বাইরে বাংলাদেশ সরকারের ‘রুলস অব বিজনেস-১৯৯৬’-এর ৩(বি)১ ধারা অনুযায়ী সংসদ সদস্য হবার যোগ্য এমন যেকোন ব্যক্তিকে তার উপদেষ্টা নিয়োগ করতে পারেন। উপদেষ্টাগণ সাধারণ মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন। ৭ জানুয়ারি সরকারের শপথ নেওয়ার দিন থেকে উপদেষ্টাদের নিয়োগ কার্যকরা ধরা হয়েছে।[৯]
২০১৯ সালের ১৯ মে তারিখে রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রিসভার দায়িত্ব প্রথম পুনর্বণ্টন করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।[১০]
- রাজনৈতিক দল
মন্ত্রীগণ
সম্পাদনাউপদেষ্টাগণ (মন্ত্রী পদমর্যাদা)
সম্পাদনাবাংলাদেশ সরকারের সিলমোহর | ||||||
প্রধানমন্ত্রীর উপদেষ্টা | পদবি | দায়িত্ব গ্রহণ | অবমুক্তির তারিখ | তথ্যসূত্র | ||
---|---|---|---|---|---|---|
তৌফিক-ই-এলাহী চৌধুরী | প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা | ৭ জানুয়ারি ২০১৯ | ২৯ নভেম্বর ২০২৩ | [৯][১৭] | ||
মসিউর রহমান | প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা | ৭ জানুয়ারি ২০১৯ | ২৯ নভেম্বর ২০২৩ | [৯][১৭] | ||
গওহর রিজভী | প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা | ৭ জানুয়ারি ২০১৯ | ২৯ নভেম্বর ২০২৩ | [৯][১৭] | ||
তারিক আহমেদ সিদ্দিক | প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা | ৭ জানুয়ারি ২০১৯ | ১১ জানুয়ারি ২০২৪ | [৯] | ||
সালমান এফ রহমান | প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা | ৭ জানুয়ারি ২০১৯ | ১১ জানুয়ারি ২০২৪ | [৯] | ||
সজীব ওয়াজেদ জয় | প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা | ৭ জানুয়ারি ২০১৯ | ২৯ নভেম্বর ২০২৩ | [৯][১৮] | ||
মোহাম্মদ জিয়াউদ্দিন | অ্যাম্বাস্যাডর-অ্যাট-লার্জ | ৫ মে ২০২১ | ১১ জানুয়ারি ২০২৪ | [৯][১৯] |
প্রতিমন্ত্রীগণ
সম্পাদনাউপমন্ত্রীগণ
সম্পাদনাবাংলাদেশ সরকারের সিলমোহর | ||||||
মন্ত্রণালয়/বিভাগ | উপমন্ত্রী | দায়িত্ব গ্রহণ | অবমুক্তির তারিখ | দল | তথ্যসূত্র | |
---|---|---|---|---|---|---|
শিক্ষা মন্ত্রণালয় | মহিবুল হাসান চৌধুরী নওফেল | ৭ জানুয়ারি ২০১৯ | ১০ জানুয়ারি ২০২৪ | আওয়ামী লীগ | [১১] | |
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় | হাবিবুন নাহার | ৭ জানুয়ারি ২০১৯ | ১০ জানুয়ারি ২০২৪ | আওয়ামী লীগ | [১১] | |
পানি সম্পদ মন্ত্রণালয় | এ কে এম এনামুল হক শামীম | ৭ জানুয়ারি ২০১৯ | ১০ জানুয়ারি ২০২৪ | আওয়ামী লীগ | [১১] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "শেখ হাসিনা আবার সংসদ নেতা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "কে কোন মন্ত্রণালয় পেলেন (পুরো তালিকা)"। যুগান্তর। ৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী হচ্ছেন যারা"। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী হচ্ছেন যাঁরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "জেনে নিন মন্ত্রীরা কে কোন দফতর পাচ্ছেন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "মন্ত্রী হচ্ছেন যারা"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "মন্ত্রিসভায় প্রথমবারের মতো ঠাঁই পেলেন ২৭ জন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের নিয়োগ প্রজ্ঞাপন"। মন্ত্রী পরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ গ "দুই মন্ত্রীর দায়িত্ব কমালেন প্রধানমন্ত্রী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ কক কখ কগ কঘ কঙ কচ কছ কজ কঝ কঞ কট কঠ "মন্ত্রিগণের নিয়োগ প্রজ্ঞাপন"। মন্ত্রী পরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "মন্ত্রিসভার সদস্যগণের মধ্যে দপ্তর বন্টন সংক্রান্ত প্রজ্ঞাপন" (পিডিএফ)। মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৩-১১-২৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ "মন্ত্রিসভায় রদবদল"। ইত্তেফাক। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "দুইজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন" (পিডিএফ)। মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৩-১১-২৯।
- ↑ ক খ "শপথ নিলেন ইমরান-ইন্দিরা"। বিডিনিউজ টোয়েন্টিফোর। ১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "মাননীয় মন্ত্রিগণ"। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "তিনজন উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত" (পিডিএফ)। মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৩-১১-২৯।
- ↑ "পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জয়"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।
- ↑ "মন্ত্রিপরিষদ বিভাগ"। cabinet.gov.bd। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ "নতুন প্রতিমন্ত্রী ইন্দিরা, মন্ত্রী হচ্ছেন ইমরান আহমদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০। Authors list-এ
|প্রথমাংশ2=
এর|শেষাংশ2=
নেই (সাহায্য) - ↑ "প্রতিমন্ত্রী মুরাদ স্বাস্থ্য থেকে তথ্যে"। বিডিনিউজ টোয়েন্টিফোর। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই"। বাংলানিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০।
- ↑ "প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক খান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।